Turkish Embassy in Sudan: সুদানে তুরস্কের রাষ্ট্রদূতের গাড়িতে গুলি! স্থানান্তরিত হল তুর্কি দূতাবাস

তুরস্কের দূতাবাস পোর্ট সুদানে স্থানান্তরিত হবে

Turkish Embassy (Photo Credit: TRT World/ Twitter)

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু ঘোষণা করেছেন যে, সুদানের রাজধানী খার্তুমে অবস্থিত তুরস্কের দূতাবাস পোর্ট সুদানে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে তুরস্কের রাষ্ট্রদূতের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আধা-সরকারি আনাদোলু এজেন্সির খবর অনুসারে কাভুসোগলু জানান, 'আমাদের দূতাবাস ও সহকর্মীদের নিরাপত্তার জন্য আমরা আমাদের দূতাবাস সুদানের পোর্ট সুদানে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।' তুরস্কের রাষ্ট্রদূত ইসমাইল কোবানোগ্লু সুদানের সেনাবাহিনী ও র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন। শনিবার তুরস্কের রাষ্ট্রদূতের সরকারি গাড়িটি গুলির মুখে পড়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় দুর্ঘটনায় কেউ আহত না হলেও গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেখুন ছবি

এই ঘটনার পর আরএসএফ ও সুদানি সেনার মধ্যে অভিযোগ বিনিময় হয়। আরএসএফের দাবি, যে এলাকায় হামলাটি হয়েছে সেটি সামরিক নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা দেশে কূটনৈতিক মিশন রক্ষায় তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। অন্যদিকে, সেনাবাহিনী হামলার জন্য আরএসএফকে দায়ী করে।