Turkey, Syria Earthquake: ভূমিকম্পের পর তুরস্ক, সিরিয়ায় বাড়ছে ভয়াবহতা, মৃত্যুর সংখ্যা পৌঁছল ১৫, ৮০০-তে
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের জেরে ১ ভারতীয় নিখোঁজ। সেই সঙ্গে আরও ১০ জন ভারতীয় ভূমিকম্প বিধ্বস্ত দেশের প্রত্যন্ত এলাকায় আটকে পড়েছেন। তবে যাঁরা আটকে পড়েছেন, সেই ১০ ভারতীয় সুস্থ এবং নিরাপদ রয়েছেন। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে বুধবার এই খবর প্রকাশ করা হয়।
ইস্তানবুল, ৯ ফেব্রুয়ারি: তুরস্ক (Turkey) এবং সিরিয়াতে (Syria) ভয়াবহ ভূমিকম্পের জেরে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পের জেরে মৃত্যুর সংখ্যা পৌঁছে গেল ১৫, ৮০০-তে। মৃতের পাশাপাশি আহত কতজন, সে বিষয়ে এখনও সঠিক তথ্য মেলেনি। এদিকে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের জেরে ১ ভারতীয় নিখোঁজ। সেই সঙ্গে আরও ১০ জন ভারতীয় ভূমিকম্প বিধ্বস্ত দেশের প্রত্যন্ত এলাকায় আটকে পড়েছেন। তবে যাঁরা আটকে পড়েছেন, সেই ১০ ভারতীয় সুস্থ এবং নিরাপদ রয়েছেন। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে বুধবার এই খবর প্রকাশ করা হয়।
আরও পড়ুন: Turkey Earthquake: ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে নিখোঁজ ১ ভারতীয়, প্রত্যন্ত এলাকায় আটকে আরও ১০
তুরস্কের আদানায় ভারতের তরফে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখান থেকে খবর মেলে, ব্যবসার কাজে তুরস্কে গেলে, সেখান থেকে ১ ভারতীয় নিখোঁজ হয়ে যান। যে ব্যক্তি নিখোঁজ, তাঁর বেঙ্গালুরুর বাড়ির সদস্যেদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানানো হয় বিদশ মন্ত্রকের তরফে। পাশাপাশি অন্য ১০ জন যে প্রত্যন্ত এলাকায় আটকে রয়েছেন, তাঁদের প্রত্যেকে নিরাপদে রয়েছেন বলে জানা যায়।