Turkey, Syria Earthquake: ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক, সিরিয়ায় মৃতের সংখ্যা পৌঁছল ২১ হাজারে, নিখোঁজ আরও এক ফুটবলার

ভয়াবহ ভূমিকম্পের পর এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিনিধি দল সিরিয়ার উদ্দেশে রওনা দেয়। হু-এর ডিরেক্টর জেনারেল ট্যুইটে জানান, ভূমিকম্পের ফলে সিরিার দুর্গত মানুষের পাশে দাঁড়াতে, তাঁদের জন্য ওষুধ পথ্য সরবারহ করতেই তাঁরা সে দেশের যাচ্ছেন।

Earthquake (Photo Credit: Twitter)

ইস্তানবুল, ১০ ফেব্রুয়ারি: তুরস্ক (Turkey)  এবং সিরিয়ায় (Syria) ভয়াবহ ভূমিকম্পের (Earthquake) জেরে মৃতের সংখ্যা ২১ হাজারে পৌঁছে গেল। তুরস্ক এবং সিরিয়ায় মৃতের সংখ্যা হু হু করে যখন বাড়তে শুরু করেছে, সেই সময় প্রতিদিন নতুন নতুন সংখ্যা সামনে আসছে। ভূমিকম্পের জেরে শুক্রবার মৃতের সংখ্যা ২১ হাজারে পৌঁছে গিয়েছে বলে খবর। আহত কত, সে বিষয়ে সুস্পষ্ট ধারনা মেলেনি। সেই সঙ্গে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মিলছে ইঙ্গিত। এদিকে তুরস্ক এবং সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের জেরে আন্তর্জাতিকমানের এক ফুটবলার নিখোঁজ বলে খবর। ঘানার আন্তর্জাতিক খেলোয়াড় খ্রিস্টান আতসুর কোনও খোঁজ মিলছে না এই মুহূর্তে। চেলসা এফসির তরফে ওই খবর প্রকাশ করা হয়। যদিও খ্রিস্টান আতসুকে ধ্বংসাবশেষের নীচ থেকে উদ্ধার করে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে অন্য একটি রিপোর্টে প্রকাশ।

আরও পড়ুন:  Turkey, Syria Earthquake: গল্প করে ধ্বংসাবশেষ থেকে কিশোরীকে বের করলেন উদ্ধারকারী, দেখুন সিরিয়ার ভিডিয়ো

এদিকে ভয়াবহ ভূমিকম্পের পর এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিনিধি দল সিরিয়ার উদ্দেশে রওনা দেয়। হু-এর ডিরেক্টর জেনারেল ট্যুইটে জানান, ভূমিকম্পের ফলে সিরিার দুর্গত মানুষের পাশে দাঁড়াতে, তাঁদের জন্য ওষুধ পথ্য সরবারহ করতেই  তাঁরা সে দেশের যাচ্ছেন।