Turkey Earthquake: ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে নিখোঁজ ১ ভারতীয়, প্রত্যন্ত এলাকায় আটকে আরও ১০

তুরস্কের আদানায় ভারতের তরফে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখান থেকে খবর মেলে, ব্যবসার কাজে তুরস্কে গেলে, সেখান থেকে ১ ভারতীয় নিখোঁজ হয়ে যান। যে ব্যক্তি নিখোঁজ, তাঁর বেঙ্গালুরুর বাড়ির সদস্যেদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানানো হয় বিদশ মন্ত্রকের তরফে।

Turkey Earthquake (Photo Credit: Twitter)

দিল্লি, ৮ ফেব্রুয়ারি: যত সময় গড়াচ্ছে, তত ভয়াবহ হচ্ছে ভূমিকম্প (Earthquake) বিধ্বস্ত তুরস্কের (Turkey) পরিস্থিতি। ৭.৭ মাত্রার প্রবল ভূমিকম্পের জেরে তুরস্কে মৃত্যুর সংখ্যা ৫ হাজার পার করেছে। তুরস্কে ভূমিকম্পের জেরে ১ ভারতীয় নিখোঁজ। সেই সঙ্গে আরও ১০ জন ভারতীয় ভূমিকম্প বিধ্বস্ত দেশের প্রত্যন্ত এলাকায় আটকে পড়েছেন। তবে যাঁরা আটকে পড়েছেন, সেই ১০ ভারতীয় সুস্থ এবং নিরাপদ রয়েছেন। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে বুধবার এই খবর প্রকাশ করা হয়।

আরও পড়ুন: Turkey Earthquake Video: 'উদ্ধার করুন, দাস হয়ে থাকব' তুরস্কে কাতর প্রার্থনা শিশুর

তুরস্কের আদানায় ভারতের তরফে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখান থেকে খবর মেলে, ব্যবসার কাজে তুরস্কে গেলে, সেখান থেকে ১ ভারতীয় নিখোঁজ হয়ে যান। যে ব্যক্তি নিখোঁজ, তাঁর বেঙ্গালুরুর বাড়ির সদস্যেদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানানো হয় বিদশ মন্ত্রকের তরফে। পাশাপাশি অন্য ১০ জন যে প্রত্যন্ত এলাকায় আটকে রয়েছেন, তাঁদের প্রত্যেকে নিরাপদে রয়েছেন বলে জানা যায়।