Tibetan Monk in Jail in China: চীনে পশু হত্যা ও বিক্রি বন্ধের প্রচারণার দায়ে তিব্বতি সন্ন্যাসীকে কারাদণ্ড
মোনলাম গিয়াত্সো (Monlam Gyatso), একজন তিব্বতী সন্ন্যাসী, কিংহাই (Qinghai) প্রদেশের কার্দজে তিব্বতি স্বায়ত্তশাসিত প্রিফেকচারের (Kardze Tibetan Autonomous Prefecture) রক্তাম (Raktam) গ্রামের লেখক ও শিক্ষক, এ বছরের অক্টোবরে সাজা ঘোষণার আগে অজ্ঞাত স্থানে এক বছরেরও বেশি সময় ধরে তাকে আটক রাখা হয়েছিল।
নয়াদিল্লি, ২০ ডিসেম্বর : চীনে এক তিব্বতী সন্ন্যাসীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে দেশের কর্তৃপক্ষ। স্থানীয় অধিবাসীদের পশু হত্যা ও বিক্রিতে নিরুৎসাহিত করেন তিনি, এমন একটি প্রচারণায় অংশ নেওয়ার জন্য এই শাস্তি দেয়া হয়। আরএফএ- এর খবর অনুসারে, মোনলাম গিয়াত্সো (Monlam Gyatso), একজন তিব্বতী সন্ন্যাসী, কিংহাই (Qinghai) প্রদেশের কার্দজে তিব্বতি স্বায়ত্তশাসিত প্রিফেকচারের (Kardze Tibetan Autonomous Prefecture) রক্তাম (Raktam) গ্রামের লেখক ও শিক্ষক, এ বছরের অক্টোবরে সাজা ঘোষণার আগে অজ্ঞাত স্থানে এক বছরেরও বেশি সময় ধরে তাকে আটক রাখা হয়েছিল। COVID 19 In China: হাসপাতালে জমছে মৃতদেহের স্তূপ, চিনে করোনা পরিস্থিতি ভয়াবহ, দেখুন ভিডিয়ো
তিব্বতের অভ্যন্তরে একটি সূত্র নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশ না করার শর্তে আরএফএকে জানিয়েছে, চীন সরকার ২০২১ সালের ৯ জুন মোনলাম গিয়াত্সোকে গ্রেপ্তার করে। তার অবস্থান এখনো জানা যায়নি। ২০২২ সালের অক্টোবরে তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয় কিন্তু এখনো সঠিক তারিখ জানা যায়নি। সূত্রের খবর, তাঁর সাজা ঘোষণার পরও তাঁকে কোথায় এবং কী অবস্থায় রাখা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
আরেকটি তিব্বতি উৎস অনুসারে, কার্দজের লারুং ঘর মঠের এক সন্ন্যাসী 'প্রাণী হত্যা ও বিক্রি থেকে মানুষকে নিরুৎসাহিত করতে' যে '১০ দফা নিয়ন্ত্রণ অভিযান' শুরু করেছিলেন, তাকে সমর্থন করার অভিযোগে কর্তৃপক্ষ গ্যাত্সোকে এই শাস্তি দিয়েছে। আরএফএ-র খবর অনুযায়ী, চিনা কর্তৃপক্ষ এই অভিযানে কড়াকড়ি আরোপ করেছে। সূত্রের খবর অনুযায়ী, চিনা সরকার তাদের সমর্থকদের বিরুদ্ধে "বাস্তুতন্ত্র ও বাসিন্দাদের জীবন-জীবিকায় ব্যাঘাত ঘটানোর" অভিযোগ এনেছে।
এই অঞ্চলের কর্তৃপক্ষের কঠোর তথ্য লকডাউনের ফলে গিয়াত্সোর মতো ঘটনার ঘটনার কয়েক সপ্তাহ বা এমনকি মাসের পর মাস পর্যন্ত ঘটনার অগ্রগতি নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।