Ramadan 2021: রোজা চলাকালীন প্রকাশ্যে খেলে বছরভর কাটাতে হবে জেলে, কোথায় জানেন?

রোজা চলাকালীন সময়ে রমজান মাসে (Ramadan 2021) যদি কাউকে প্রকাশ্যে খেতে দেখা যায় তাহলে তাঁর কপালে ঘোর বিপদ। ঘটনাটি বাহারিনের, সেখানকার স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, রমজান মাসে ভোজদারদের কঠিন সাজা হবে।

চলছে ইফতার (Photo Credits: PTI)

মানামা, ২৩ এপ্রিল: রোজা চলাকালীন সময়ে রমজান মাসে (Ramadan 2021) যদি কাউকে প্রকাশ্যে খেতে দেখা যায় তাহলে তাঁর কপালে ঘোর বিপদ। ঘটনাটি বাহারিনের, সেখানকার স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, রমজান মাসে ভোজদারদের কঠিন সাজা হবে। প্রকাশ্যে কেউ খাবার খেলে আইন ভাঙার অপরাধে তাঁর ১ বছর পর্যন্ত জেল ও জরিমানা হবে। রমজান মাসে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মুসলিমদের রোজা রাখা বাধ্যতামূলক। এই রোজা থেকে একমাত্র ছাড় পেতে পারেন অসুস্থ ও অন্তঃসত্ত্বা। তাই রোজার মাসে দিনের বেলা প্রকাশ্যে খাওয়া শাস্তিযোগ্য অপরাধ। বাহরিনের দণ্ডবিধি অনুযায়ী যাঁরা রোজার মাসে এই উপরাধ করবেন তাঁদের বিরুদ্ধে ৩০৯ ও ৩১০ ধারায় মামলা রুজু হবে। আরও পড়ুন-WB Assembly Elections 2021: ‘দেশে ওষুধ নেই হাহাকার চলছে, প্রধানমন্ত্রী ভাষণ দিয়ে বেড়াচ্ছেন’

রোজার মাসে প্রকাশ্যে খাদ্য পানীয় গ্রহণ ও জোরে জোরে চেঁচামেচি করে কথা বললে জেল থেকে জরিমানা সবই হবে।