Paksitan: ইসলামাবাদ-রাওয়ালপিন্ডিতে পেট্রোল পাম্পের বাইরে লম্বা লাইন, তেল নেই-য়ের জ্যামে অবরুদ্ধ শহর

পাকিস্তানের দুই শহরে এখন জ্বালানী তেলের হাহাকার। ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে তেল কোম্পানিগুলি পেট্রোল, ডিজেল সরবরাহ বন্ধ করে দিয়েছে।

Long Queues at Islamabad, Rawalpindi Petrol Pumps After Oil Companies Stop Supply (Pic Credit: @AniqaNisar / Twitter)

ইসলামাবাদ , ৮ জুন: পাকিস্তানের দুই শহরে এখন জ্বালানী তেলের হাহাকার। ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে তেল কোম্পানিগুলি পেট্রোল, ডিজেল সরবরাহ বন্ধ করে দিয়েছে। ফলে শহরের পেট্রোল পাম্পগুলিতে তেল পড়ে আছে সামান্য। কিন্তু চাহিদার তো আর কমতি নেই। রাস্তায় গাড়ি চালাতে হলে তো তেল লাগবেই। যেহেতু জোগান খুব সামান্যই, তাই পাকিস্তানের এই দুই শহরে জ্বালানী তেল নেওয়ার লম্বা লাইন পড়ে গিয়েছে। পেট্রোল পাম্পে তেল ভরানোর লাইন এতটাই লম্বা যে সে লাইন রাস্তার ওপর উঠে এসে লম্বা ট্র্যাফিক জ্যাম তৈরি হয়েছে।

পেট্রোল পাম্প সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানী তেলের জোগান প্রায় বন্ধ হয়ে গিয়েছে, তেলের ট্যাঙ্কারগুলি বাইরে খালি দাঁড়িয়ে আছে। এবাবে চললে ঘোর দুর্দিন অপেক্ষা করছে। আরও পড়ুন: চপারে চেপে আদালতে লালু, দিলেন ৬ হাজার টাকার জরিমানা

দেখুন ভিডিও

পাকিস্তানের আর্থিক অবস্থা একেবারে খারাপ অবস্থায়। জ্বালানী তেলের ওপর মোটা টাকার কর চাপিয়ে আর্থিক সঙ্কট থেকে বাঁচার চেষ্টা করছে পাকিস্তান।