Pakistan Floods: পাকিস্তান এক তৃতীয়াংশ অঞ্চল জলের তলায়, দেশের সাতজনের একজন বন্যা কবলিত
পাকিস্তানের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। পাকিস্তানের আবহাওয়া পরিবর্তন মন্ত্রক জানিয়েছে, দেশের এক তৃতীয়াংশ অংশ এখন জলের তলায়।
লাহোর, ২৯ অগাস্ট: পাকিস্তানের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। পাকিস্তানের আবহাওয়া পরিবর্তন মন্ত্রক জানিয়েছে, দেশের এক তৃতীয়াংশ অংশ এখন জলের তলায়। পাকিস্তানের ৩ কোটি ৩০ লক্ষ মানুষ এখন সরাসরি বন্যার কবলে। জনসংখ্যার অনুপাতে ধরলে পাকিস্তানের প্রতি ৭জনের মধ্যে একজন নাগরিক এখন বন্যার কবলে। এই হিসেবগুলোই প্রমাণ করছে সেখানকার বন্যা ঠিক কতটা বড় মাপের। জুন থেকে শুরু হওয়া দেশের বর্ষায় এখনও পর্যন্ত ১ হাজার ৬১জন পাকিস্তানী মারা গিয়েছেন। বেশ কয়েকটি জায়গার সঙ্গে রাজধানী শহরের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ইন্টারনেট পরিষেবাও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।
গত ২৪ ঘন্টায় পাকিস্তানে বন্যায় কমপক্ষে ১১৯ জন মারা গিয়েছেন, ৭১ জন আহত হয়েছেন। তথ্য অনুসারে, বালুচিস্তানে (Balochistan) ৪ জন, গিলগিট বালতিস্তানে (Gilgit Baltistan) ৬ জন, খাইবার পাখতুনখোয়ায় (Khyber Pakhtunkhwa) ৩১ জন এবং সিন্ধ প্রদেশে (Sindh) ৭৬ জন মারা গিয়েছেন। বন্যায় কয়েক হাজার কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, ১৪৯টি সেতু ভেঙে পড়েছে। আরও পড়ুন-বন্যা, দ্রব্যমূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস, এশিয়া কাপে ভারতের জয়ের পর বড় সিদ্ধান্ত পাকিস্তানের
দেখুন টুইট
কমপক্ষে ১০ লাখ টি বাড়ি আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। কমপক্ষে ৭ লাখ বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৮ লাখ গবাদি পশুর মৃত্যু হয়েছে। জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের অন্তত ১১০টি জেলা বন্যার কবলে পড়েছে। ৭২টি জেলা সবচেয়ে ক্ষতিগ্রস্ত বলে ঘোষণা করা হয়েছে।