আকাশসীমায় মার্কিন গুপ্তচর ড্রোন দেখে ক্ষেপনাস্ত্র ছুঁড়ে নামাল ইরানি সেনা, টুইটে হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

ইরানের আকাশসীমা লঙ্ঘনের ফল ভুগতে হবে।

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প(Photo Credit: getty images)

তেহরান, ২১ জুন: ক্ষেপণাস্ত্র ছুঁড়ে আমেরিকার গুপ্তচর ড্রোন (The US military drone) নামাল ইরান। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়েছে আন্তর্জাতিক রাজনীতিতে। এদিকে ড্রোন নামানোর খবর প্রকাশ্যে আসতেই টুইট করে তেহরানকে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটবার্তায় ইরানের এই পদক্ষেপকে বড় ভুল বললেন তিনি। এবার য়ে ভুলের মাশুল ইরানকে দিতেই হবে, তা বেশ বোঝা যাচ্ছে। একটা জিনিস স্পষ্ট যে বড়সড় সামরিক সংঘাতের দিকে এগোচ্ছে ইরান (Iran) আমেরিকা (US)। আরও পড়ুন-উষ্ণায়নের অশনি সংকেত, একদিনে ২০০ টনের বরফ গলে জল গ্রিনল্যান্ডে

এই ঘটনার পর ওভাল অফিসের সাংবাদিক সম্মেলনে ট্রাম্প জানান, ইরান হয়তো ভুল করে এই কাজ করেছে। এটা করা মোটেও উচিত হয়নি। তবে আমেরিকা এই ভুল কিছুতেই মেনে নেবে না। ট্রাম্পের বক্তব্যেই বোঝা যাচ্ছে। এদিকে তেহরান ওয়াশিংটনে যুদ্ধ পরিস্থিতি তৈরি হোক এমনটা চায় না ইউরোপের দেশগুলি। তাই নিজেদের গরজেই দ্বৈরথ থামাতে আসরে নেমেছে ফ্রান্স। ফরাসী প্রেসিডেন্স দেশের শীর্ষ কূটনৈতিক আমলাকে এই সপ্তাহেই তেহরানে পাঠাচ্ছে। ইরানের হরমুজ প্রণালীতে ঢুকে পড়ে ‘‘আমেরিকায় তৈরি ‘আরকিউ-৪ গ্লোবাল হক’ ড্রোন বৃহস্পতিবার তেহরানের আকাশসীমা অতিক্রম করাতেই সেখানকার সেনা ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ড্রোন নামিয়ে আনে। যদিও আমেরিকার দাবি আন্তর্জাতিক আকাশ সীমাতেই ছিল ড্রোনটি। আইআরজিসি-র ওয়েবসাইটে বলা হয়েছে, ‘‘আমেরিকায় তৈরি ‘আরকিউ-৪ গ্লোবাল হক’ নজরদারি ড্রোন গুলি করে নামানো হয়েছে দেশের দক্ষিণে উপকূলীয় প্রদেশ হরমুজ়গানে। পশ্চিম হরমুজ় প্রণালী সংলগ্ন ওই এলাকায় ফেরার সময় নজরদারি ও তথ্যসংগ্রহ করার জন্যই ইরানের আকাশসীমায় ঢুকে পড়ে ড্রোনটি। তাই সেটিকে নামানো হয়েছে। ড্রোনটিকে যাতে আমেরিকার বলে চেনা না যায়, সে ব্যবস্থাও করা ছিল। কিন্তু এটা একেবারেই উড়ান-নীতি বিরুদ্ধ কাজ।’’ যদিও মার্কিন অফিসারেরা বলছেন, ওই ড্রোনটি ‘গ্লোবাল হক’ নয়।

এই প্রসঙ্গো তোপ দেগেছেন ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র সৈয়দ আব্বাস মুসাভি। তিনি বলেছেন, ‘‘এ ধরনের প্ররোচনামূলক আক্রমণের কড়া নিন্দা করছি। ইরানের আকাশসীমা লঙ্ঘনের ফল ভুগতে হবে।’’ আমেরিকার সেন্ট্রাল কমান্ড মুখপাত্র নেভি ক্যাপ্টেন বিল আরবান বলেছেন, ‘‘ইরানের আকাশসীমায় কোনও ড্রোন ঢোকেনি।’’