Pakistan: ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পরেই করোনায় আক্রান্ত পাকিস্তানের সমাজকর্মী

এবার কোভিড-১৯ পজিটিভ মিলল পাকিস্তানের বিশিষ্ট সমাজসেবী (Pakistani philanthropist) আবদুল সাত্তার এধির পুত্র ফয়জল এধির শরীরে। গত সপ্তাহেই তিনি প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎপর্ব সেরেছেন। এক সপত্হারে ব্যবধানে তাঁর শরীরে মারণ রোগের জীবাণু মেলায় ইসলামাবাদের আকাশে ঘনিয়েছে অনিশ্চয়তার মেঘ। ফয়জল এধি হলেন এধি ফাউন্ডেশনের চেয়ারম্যান। গত সপ্তাহের শেষেই তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পরেই তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। ১৫ এপ্রিল ছিল সেই সাক্ষাতের দিন। সেদেশের সংবাদপত্র ডন-এর তরফে এই তথ্য প্রকাশ্যে এসেছে।

ইমরান খানের সঙ্গে ফয়জল এধি (Photo Credsits: Twitter|@Faisal_Edhi2)

ইসলামাবাদ, ২১ এপ্রিল: এবার কোভিড-১৯ পজিটিভ মিলল পাকিস্তানের বিশিষ্ট সমাজসেবী (Pakistani philanthropist) আবদুল সাত্তার এধির পুত্র ফয়জল এধির শরীরে। গত সপ্তাহেই তিনি প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎপর্ব সেরেছেন। এক সপত্হারে ব্যবধানে তাঁর শরীরে মারণ রোগের জীবাণু মেলায় ইসলামাবাদের আকাশে ঘনিয়েছে অনিশ্চয়তার মেঘ। ফয়জল এধি হলেন এধি ফাউন্ডেশনের চেয়ারম্যান। গত সপ্তাহের শেষেই তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পরেই তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। ১৫ এপ্রিল ছিল সেই সাক্ষাতের দিন। সেদেশের সংবাদপত্র ডন-এর তরফে এই তথ্য প্রকাশ্যে এসেছে। আরও পড়ুন-Fact Check: লকডাউনে ১৩ লক্ষ কর্মীর বেতন কাটতে চলেছে রেল মন্ত্রক? ফ্যাক্ট চেকের পর পিআইবি জানালো ভুয়ো খবর

আক্রান্তে ফয়জলের পুত্র সাদ বলেন, উপসর্গগুলি মিলিয়ে যাওয়ার আগে চারদিন বাবার শরীরে ছিল। এরপরেই তাঁর লালারসের পরীক্ষা হলে শরীরে করোনার জীবানু মেলে। তাঁর বাবা এই মুহূর্তে ইসলামাবাদে। সেখানে ভালোই আছেন তিনি। এখনও কোনও হাসপাতালে ভর্তি হননি। নিজেই আইসোলেশনে রয়েছেন। গত সপ্তাহে প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করে ফয়জল এধি তাঁর হাতে ১০ মিলিয়নের চেক তুলে দিয়েছেন করোনার রিলিফ ফান্ডের জন্য। ফয়জল এধির করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই ইমরান খানের লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এধি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবদুল সাত্তার এধি। এটি পাকিস্তানের প্রথম সারির স্বেচ্ছাসেবী সংগঠন।



@endif