Eid al-Fitr 2022: করোনার গ্রাসে ইন্দোনেশিয়া, ঈদ উপলক্ষে মধ্যরাতের বিকিকিনি নিষিদ্ধ জাকার্তায়

দেশের করোনা সংক্রমণের উপকেন্দ্রে এবার আর বসছে না ঈদ (Eid al-Fitr 2022) উপলক্ষে মধ্যরাতের বিকিকিনি। মূলত সংক্রমণকে দূরে রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে জাকার্তা প্রশাসন ও পুরকর্তৃপক্ষ।

Mosque in Indonesia. (Photo Credits: Pixabay)

জাকার্ত, ১৪ এপ্রিল:  দেশের করোনা সংক্রমণের উপকেন্দ্রে এবার আর বসছে না ঈদ (Eid al-Fitr 2022) উপলক্ষে মধ্যরাতের বিকিকিনি। মূলত সংক্রমণকে দূরে রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে জাকার্তা প্রশাসন ও পুরকর্তৃপক্ষ। এমনিতেই অতিমারিতে জর্জরিত ইন্দোনেশিয়া উৎসবের মরশুমে নতুন বিপত্তি আর চাইছে না গোটা দেশ। তাই ট্রাডিশন মেনে ঈদের আগের মধ্যরাতের বাজার বসবে না এবার।

এই প্রসঙ্গে জাকার্তার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রধান ইতি মারগোনো বলেন, “ মধ্যরাতের বিকিকিনিতে অগুন্তি জনতা ভিড় করে। অতিমারি এখানে ভয়াবহ রূপ নিতে পারে। ঈদ, ক্রিমার উপলক্ষে মধ্যরাতের এই বিকিকিনি ইন্দোনেশিয়ায় খুব জনপ্রিয়। কারণ এই কেনাকাটির হাটে প্রচুর ডিসকাউন্ট মেলে। তাই মানুষও উৎসাহের সঙ্গে এখান থেকে পছন্দের জিনিস কেনে।”

বুধবার ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী সেদেশ নতুন করে মারণ রোগের কবলে পড়েছে ১ হাজার ৫৫১ জন। দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশটিতে মোট কোভিড রোগীর সংখ্যা ৬ লাখ ৩৬ হাজার ৯০৯।