Lebanon: এক ডলারের দাম ১ লক্ষ ছাড়িয়ে গেল লেবাননে, দেশের বেশীরভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে
আর্থিক বিপর্যয়ের সব সীমা অতিক্রম করে গেল মধ্যপ্রাচ্যের দেশ লেবানন (Lebanon)।
বেইরুট, ১৪ মার্চ: আর্থিক বিপর্যয়ের সব সীমা অতিক্রম করে গেল মধ্যপ্রাচ্যের দেশ লেবানন (Lebanon)। এক মার্কিন ডলারের বিনিময় মূল্য ১ লক্ষ লেবানিজ পাউন্ড ছাড়িয়ে গেল। মানে এক মার্কিন ডলার এখন লেবাননে এক লক্ষ টাকার সমান।
এতেই বোঝা যায় অর্থনৈতিক মন্দা ঠিক কতটা চরমে পৌঁছে গিয়েছে মধ্যপ্রাচ্য়ের এই দেশে। লেবাননের অধিকাংশ মানুষ দারিদ্র্যতার নিচে আছেন। লেবাননের বেশ কয়েকটি ব্যাঙ্ক বন্ধ হয়ে গিয়েছে। অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়েছে। রাজধানী বেইরুটে বছর তিনেক আগে হওয়া ভয়াবহ বিস্ফোরণের পর লেবাননের অর্থনীতি আরও বেহাল হতে শুরু করে। সেটা এখন চরমে পৌছে গিয়েছে। আরও পড়ুন- ফেসবুকে ফের ১০ হাজার কর্মী ছাঁটাই
দেখুন টুইট
স্থানীয় বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস আর কারও কেনার ক্ষমতার মধ্যে নেই। রাস্তায় রাস্তায় মানুষ অনাহারে ঘুরে বেরাচ্ছেন। দোকানে, বাজারে শুরু হয়েছে চুরি, ডাকাতি, লুঠের ঘটনা।