Lassa Fever: করোনার চেয়েও ভয়ঙ্কর হচ্ছে লাস্সা ফিভার, মৃত্যু ১০০ ছাড়িয়ে গেল
করোনা ভাইরাসের চেয়েও বিপজ্জনক হয়ে উঠছে লাস্সা ফিভার। অন্তত পরিসংখ্যান তাই বলছে। গত কয়েক মাসের মধ্য়ে নাইজেরিয়ায় লাস্সা ফিভারে মৃত্যু সংখ্যা ১০৪-এ উঠে গেল।
করোনা ভাইরাসের চেয়েও বিপজ্জনক হয়ে উঠছে লাস্সা ফিভার। অন্তত পরিসংখ্যান তাই বলছে। গত কয়েক মাসের মধ্য়ে নাইজেরিয়ায় লাস্সা ফিভারে মৃত্যু সংখ্যা ১০৪-এ উঠে গেল। করোনার মতই লাস্সা ফিভারও সংক্রমিত হওয়া বা ছোঁয়াচে ভাইরাস ঘটিত রোগ। লাস্সা রোগে সক্রিয় আক্রান্তের সংখ্যা দু হাজর ছাড়িয়েছে। ক্রমশ নাইজেরিয়ায় লাস্সা ফিভার অতিমারীর আকার নেওয়ার পথে এগিয়ে চলেছে। আফ্রিকার ইঁদুর থেকে ছড়ায় এই ভাইরাস। সিয়ারা লিওন, লাইবেরিয়া, গুয়েনা, নাইজেরিয়া সহ পশ্চিম মূলত আফ্রিকার দেশে হয়ে এই লাস্সা ফিভার।
নাইজেরিয়ার দুটি প্রদেশে লাস্সা ফিভার নিয়ে উদ্বেগ এখন আতঙ্কে পরিণত হয়েছে। সেই সব অঞ্চলে হাসপাতালে তিল ধারণের জায়গা নেই বলে খবর। হু বেশ কয়েক মাস আগে লাস্সা ফিভার নিয়ে বড় সতর্কবাণী দিয়েছিল। আরও পড়ুন-নোবেলে শান্তি পুরষ্কার প্রাপককে ১০ বছরের সাজা শাোনাল বেলারুশের আদালত
দেখুন টুইট
সাম্প্রতিক অতীতে আবিষ্কৃত ভাইরাসের তালিকায় রয়েছে-- কোভিড-১৯, ইবোলা ভাইরাস, মার্স-সার্স, নিপা, জিকার সঙ্গে আছে লাস্সা ভাইরাস।