IPL Auction 2025 Live

Israel Palestine Conflict: ইজরায়েলের ইতিহাসে এক ভয়াবহ দিন, হামাসদের 'খতম' করার হুঙ্কার প্রধানমন্ত্রী বেঞ্জামিনের

শনিবার সন্ধ্যায় একটি টেলিভিশন ভাষণে ইজরায়েল প্রধানমন্ত্রী হামাস হামলার দিনটিকে ইজরায়েলের ইতিহাসে এক ভয়াবহ মুহূর্ত হিসাবে বর্ণনা করেছেন। জবাবে বলেছেন যে, তাঁর দেশ এই হামলার "প্রতিশোধ" নেবে এবং হামাস জঙ্গিদের "পরাজিত" করবে।

Israel Prime Minister Benjamin Netanyahu (Photo Credits: ANI)

ইসরায়েলের ইতিহাসে এক ভয়াবহ দিন, সন্ধ্যায় এক টেলিভিশন সাক্ষাৎকারে শনিবারের সকালকে এই ভাবেই বর্ণনা করলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Israel Prime Minister Benjamin Netanyahu)। শুক্রবার রাতে ইজরায়েলের উপর একে একে ধেয়ে এসেছে ৫ হাজার রকেট। হামলায় বিস্ফোরক বোঝাই প্যারাগ্লাইডারও ব্যবহার করেছে হামাস সন্ত্রাস বাহিনী। প্যালেস্তেনীয় সশস্ত্র গোষ্ঠীর বিধ্বংসী হামলায় মৃত্যু হয়েছে ২৫০-র বেশি ইজরায়েলির। আহত হয়েছেন ১৪০০ এর বেশি। ভয়ঙ্কর রকেট হামলার প্রতিশোধে হামাসকে ধ্বংস করার পাল্টা হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ  হামাস হামলায় জ্বলছে ইজরায়েল, যুদ্ধমুখী দুই দেশে মৃতের সংখ্যা ৫০০ ছাড়াল

শনিবার সন্ধ্যায় একটি টেলিভিশন ভাষণে ইজরায়েল প্রধানমন্ত্রী হামাস হামলার (Hamas Attack) দিনটিকে ইজরায়েলের (Israel) ইতিহাসে এক ভয়াবহ মুহূর্ত হিসাবে বর্ণনা করেছেন। জবাবে বলেছেন যে, তাঁর দেশ এই হামলার "প্রতিশোধ" নেবে এবং হামাস জঙ্গিদের "পরাজিত" করবে। বেঞ্জামিনের কথায়, ইসরায়েল ডিফেন্স বাহিনী অবিলম্বে হামাসের ক্ষমতা ধ্বংস করার জন্য নিজের সমস্ত শক্তি ব্যবহার করবে।

এদিকে শনিবার রাতে হামাস গোষ্ঠী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করে, যেখানে তারা দাবি করেছে বেশ কিছু ইজরায়েল সেনা এবং নাগরিকদের বন্দি করে রেখেছে তারা।