Terrorist Attack On Pak Army: পাকিস্তানের সেনা চেকপোস্টে বড় জঙ্গি হামলা, এখনও অবধি নিহত ৬জন ও আহত ৫ জন
সেনা সূত্রে জানা গেছে সকালে এই হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসবাদীরা অতর্কিতে চেকপোস্টে হামলা চালায়। এনকাউন্টারের সময় সৈন্যরা সাহস ও বীরত্বের সাথে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করেছে।
পাকিস্তানে আবারও ঘনীভূত সন্ত্রাসবাদের কালো ছায়া। আজ সকালেই লস্কর-ই-ইসলাম এবং তেহরিক-ই-তালেবান নামক জঙ্গি সংগঠনগুলি খাইবার পাখতুনখোয়া প্রদেশের তিরাহ উপত্যকায় আদম খেলার ৯৩টি চেকপোস্টে হামলা করে। এই হামলায় পাকিস্তানি সেনাবাহিনীর ৬ জন সৈন্য শহীদ হন। আরও ৫ সেনা গুরুতর আহত হয়েছেন বলে সূত্রের খবর।
সেনা সূত্রে জানা গেছে সকালে এই হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসবাদীরা অতর্কিতে চেকপোস্টে হামলা চালায়। এনকাউন্টারের সময় সৈন্যরা সাহস ও বীরত্বের সাথে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করেছে।
পাকিস্তানি সেনাবাহিনী এই ঘটনার নিন্দা করেছে এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এই ঘটনায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পাকিস্তানে সন্ত্রাসবাদ বৃদ্ধির আরেকটি উদাহরণ। এইসব হামলাত ফলে বোঝা যাচ্ছে দেশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই খুবই কঠিন হতে চলেছে আগামীতে, এবং মনে করা হচ্ছে সন্ত্রাসবাদীরা নতুন করে সক্রিয় হয়ে উঠেছে পাকিস্তানের মাটিতে।