Time's 100 Most Influential People Of 2021: টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তালিবান নেতা মোল্লা আবদুল গনি বরাদর

টাইম ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির (Time's 100 Most Influential People Of 2021) তালিকায় তালিবান নেতা মোল্লা আবদুল গনি বরাদর (Mullah Abdul Ghani Baradar)। বরাদর আফগানিস্তানে নতুন ঘোষিত তত্ত্বাবধায়ক সরকারের উপ-প্রধানমন্ত্রী এবং দোহা চুক্তির শীর্ষ ব্যক্তিত্ব। মোল্লা বরাদর তালিবান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির আলোচনায় তালিবানদের নেতৃত্ব দিয়েছিলেন। সাধারণ ভাবে বরাদারকে একজন শান্ত ও প্রচারের আলোয় না থাকা মানুষ হিসেবে বিবেচনা করা হয়। বরাদর খুব কমই প্রকাশ্যে নিজের বক্তব্য প্রকাশ করেন।

MULLAH BARADAR (Photo Credit: Twitter)

ওয়াশিংটন, ১৬ সেপ্টেম্বর: টাইম ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির (Time's 100 Most Influential People Of 2021) তালিকায় তালিবান নেতা মোল্লা আবদুল গনি বরাদর (Mullah Abdul Ghani Baradar)। বরাদর আফগানিস্তানে নতুন ঘোষিত তত্ত্বাবধায়ক সরকারের উপ-প্রধানমন্ত্রী এবং দোহা চুক্তির শীর্ষ ব্যক্তিত্ব। মোল্লা বরাদর তালিবান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির আলোচনায় তালিবানদের নেতৃত্ব দিয়েছিলেন। সাধারণ ভাবে বরাদরকে একজন শান্ত ও প্রচারের আলোয় না থাকা মানুষ হিসেবে বিবেচনা করা হয়। বরাদর খুব কমই প্রকাশ্যে নিজের বক্তব্য প্রকাশ করেন।

২০২০ সালের ফেব্রুয়ারিতে দোহায় যখন তালিবান ও আমেরিকার মধ্যে আনুষ্ঠানিকভাবে শান্তি চুক্তি স্বাক্ষর হয়েছিল, তখন বরদার ছিলেন তালিবানের প্রধান মুখ। সম্প্রতি, তালিবানরা আফগানিস্তান দখল করার পর বরাদর খবরের শিরোনামে ছিলেন। মনে করা হয়েছিল তাঁর নেতৃত্বেই আফগানিস্তানে সরকার গড়বে তালিবান। টাইম ম্যাগাজিন জানিয়েছে, মনে করা হয় বরাদরের কারণেই রত্তপাত ছাড়াই কাবুলে ঢোকে তালিবান। এছাড়াও প্রতিবেশী দেশ, বিশেষ করে চিন ও পাকিস্তানের সঙ্গে যোগাযোগের বিষয়ে সব বড় সিদ্ধান্ত তিনিই নিয়েছেন। আরও পড়ুন: ISIS Head Killed: ফ্রান্সের সেনার অভিযানে নিহত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট গ্রেটার সাহারার প্রধান

তালিবান সংগঠন তৈরি করার পিছনে বরাদরের বড়সড় ভূমিকা ছিল। তালিবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ডেপুটি ছিলেন তিনি। ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে তাঁকে গ্রেফতার করা হয়। ২০১৮ সালের ২৪ অক্টোবর আমেরিকার হস্তক্ষেপে জেল থেকে মুক্তি পেয়েছিলেন বরাদর। যাই হোক, তালেবানের সহ-প্রতিষ্ঠাতা হওয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় শীর্ষ ভূমিকা পালন করা সত্ত্বেও এটা বিশ্বাস করা হয় যে বরাদরকে তত্ত্বাবধায়ক সরকারে অপেক্ষাকৃত নিম্ন পদ দেওয়া হয়েছে।