Taliban: ভারতে অস্থিরতা তৈরি করতে পাকিস্তান থেকে অস্ত্র চোরাচালান করছে তালিবান, দাবি রিপোর্টে
কানাডার একটি রিপোর্ট সম্প্রতি প্রকাশ্যে আসে। সেখানে দাবি করা হয়, আফগানিস্তান থেকে অস্ত্রের চোরাচালান করছে না জঙ্গিরা। গোটা বিশ্বের কাছে নিজেদের ভাবমূর্তি বজায় রাখতে আফগানিস্তান থেকে অস্ত্রের চোরাচালান করা হচ্ছে না।
কাবুল, ১৪ এপ্রিল: পাকিস্তান (Pakistan) থেকে অস্ত্রের চোরা চালান করছে তালিবান। ভারতে হামলা চালাতে এবং অস্থিরতা তৈরি করতে পাকিস্তানকে ব্যবহার করে অস্ত্রের চোরাচালান শুরু করেছে তালিবান। সম্প্রতি এমনই একটি রিপোর্ট প্রকাশ্যে আসে। যা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে যায়। ভারত-পাক সীমান্তে যাতে আরও বেশি করে অস্থিরতা তৈরি করা যায়, সেই লক্ষ্যেই অস্ত্রের চোরাচালান শুরু করেছে তালিবান (Taliban)।
কানাডার (Canada) একটি রিপোর্ট সম্প্রতি প্রকাশ্যে আসে। সেখানে দাবি করা হয়, আফগানিস্তান থেকে অস্ত্রের চোরাচালান করছে না জঙ্গিরা। গোটা বিশ্বের কাছে নিজেদের ভাবমূর্তি বজায় রাখতে আফগানিস্তান থেকে অস্ত্রের চোরাচালান করা হচ্ছে না। আফগানিস্তানের (Afghanistan) পরিবর্তে পাকিস্তানকে ব্যবহার করে চোরাচালান বাড়ানো হচ্ছে এবং ভারতে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে তালিবান জঙ্গিরা।
আরও পড়ুন: Akhand Bharata: প্রথমে পাক অধিকৃত কাশ্মীরকে জুড়ুন, ভাগবতের 'অখণ্ড ভারতের' পালটা মন্তব্য শিবসেনার
পাকিস্তান যদি অবিলম্বে অস্ত্রের এই চোরাতচালন বন্ধ করতে না পারে, তাহলে এর দাম ইসলামাবাদকে দিতে হবে বলে সাবধান করা হয়েছে কানাডার ওই রিপোর্টে।