Afghanistan: বোরখা ছাড়া মহিলাদের গাড়িতে তুললে চালকদের চরম শাস্তি তালিবান শাসিত আফগানিস্তানে
বোরখা ছাড়া কোন মহিলাকে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে দেখা গেলে নির্দিষ্ট গাড়ির চালককে বেধড়ক মারধর করা হচ্ছে বলে জানা যাচ্ছে। এছাড়াও চালকের থেকে তাঁর গাড়িটি বাজেয়াপ্ত করে নিচ্ছে তালিবানেরা।
তালিবান (Taliban) শাসনে জেরবার আফগানিস্তান (Afghanistan)। সে দেশে নারী স্বাধীনতা বলে কোন কিছুর অস্তিত্ব নেই। মহিলাদের জন্যে বোরখা বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে। বন্ধ হয়েছে নারী শিক্ষা। বোরখা ছাড়া কোন মহিলাকে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে দেখা গেলে নির্দিষ্ট গাড়ির চালককে বেধড়ক মারধর করা হচ্ছে, এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা যাচ্ছে। এছাড়াও চালকের থেকে তাঁর গাড়িটি বাজেয়াপ্ত করে নিচ্ছে তালিবানেরা।
পশ্চিম আফগানিস্তানের (Afghanistan) হেরাটের (Herat) এক মোটরচালিত রিকশা চালক ফেরেদুন জানান, তিনি তাঁর রিকশায় মহিলাদের নিয়ে আর যাত্রা করেন না। কারণ কোন নারী যদি বোরখা ছাড়া তাঁর রিকশায় ওঠেন তাহলে তালেবানরা তাঁর রিকশা অধিগ্রহণ করবে। একই সঙ্গে অযথা মারধর খেতে হবে। এমন দৃষ্টান্ত তিনি রাস্তাঘাটে মাঝেমধ্যেই দেখেছেন। তালিবানেরা রাস্তায় গাড়ি থামিয়ে তদারকি চালান গাড়িতে নারীরা থাকলে তাঁরা বোরখায় শরীর ঢেকে রেখেছেন কিনা। বোরখা ছাড়া কোন মহিলাকে গাড়িতে দেখতে পেলে তাঁকে হিড়হিড় করে টেনে নামানো হয়। যাচ্ছেতাই বলে অপমান করা হয়। সঙ্গে নির্দিষ্ট গাড়ির চালককেও শাস্তি দেওয়া হয়। এমন ঘটনা আফগানিস্তানে একেবারেই বিরল নয়। এই ভয়েই নিজের গাড়িতে আর কোন মহিলা যাত্রী তোলেন না ফেরেদুন।
আফগানিস্তানে (Afghanistan) সঙ্গীতচর্চাও নিষিদ্ধ করেছে তালিবান সরকার (Taliban)। দেশ থেকে বায়েয়াপ্ত করা সমস্ত বাদ্যযন্ত্র পুড়িয়া ধ্বংস করে দেওয়া হয়েছে শনিবার। হেরাটে সেদিন দাউদাউ করে জ্বলেছে গিটার, হারমোনিয়াম, তবলা। গত সপ্তাহেই আফগানিস্তান জুড়ে সমস্ত বিউটি পার্লার বন্ধ করে দেওয়া হয়েছে (Taliban Bans Beauty Salons in Afghanistan)।