Taliban Celebrate After US Troop Withdrawal: মার্কিন সেনার বিদায়ে কাবুলে বাজি পুড়িয়ে, গুলি ছুঁড়ে স্বাধীনতা উদযাপন তালিবানের (দেখুন ভিডিও)
১৯ বছর ৮ মাস, গড় হিসেবে ধরলে ২০ বছর৷ দীর্ঘ সময় পরে আফগানিস্তানের মাটি ছেড়ে স্বদেশে উড়ে গেল মার্কিন সেনাবাহনী (US troop withdrawal)৷ কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর থেকে সোমবার গভীর রাতে মার্কিন বায়ু সেনাবাহিনীর শেষ পাঁচটি সি-১৭টি বিমান আকাশে উড়তেই খুশির বাঁধ ভাঙা তালিবান শিবিরে৷
কাবুল, ৩১ আগস্ট: ১৯ বছর ৮ মাস, গড় হিসেবে ধরলে ২০ বছর৷ দীর্ঘ সময় পরে আফগানিস্তানের মাটি ছেড়ে স্বদেশে উড়ে গেল মার্কিন সেনাবাহনী (US troop withdrawal)৷ কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর থেকে সোমবার গভীর রাতে মার্কিন বায়ু সেনাবাহিনীর শেষ পাঁচটি সি-১৭টি বিমান আকাশে উড়তেই খুশির বাঁধ ভাঙা তালিবান শিবিরে৷ বাজি, বোমা ফাটিয়ে স্বয়ংক্রিয় রাইফেল থেকে আকাশে মুহুর্মুহু গুলি ছুঁড়ে মুক্তির স্বাদ উদযাপনে মেতে ওঠে তালিবরা৷ কাবুলের আকাশজুড়ে তখন আলোলর মেলা৷ গুলি বোমার শব্দে বাতাসে কান পাতা দায়৷ হাওয়ায় তীব্র বারুদের গন্ধে সাধারণ আফগানের হৃদস্পন্দন যখন তীব্র তেকে তীব্রতর হচ্ছে, তখন মুক্তির উল্লাসে বিভোর তালিবান৷
সপ্তাহ দুয়েক আগেই রাজধানী কাবুল দখল করে নিজেদের ক্ষমতা ফিরে পেয়েছে তালিবানরা৷ এদিকে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ গনি৷ কাবুলের প্রাসাদ দখলের পরেই আফগান সেনার তদন্তকারী দলকে হন্যে হয়ে খুঁজে ফিরছে তালিবানরা৷ মহিলারা দেশ ছেড়ে পালাতে ব্যস্ত৷ যাঁদের উপায় নেই তাঁরা আপাতত বোরখায় মুখ ঢাকছেন৷ কাবুলজুড়ে বন্দুক বাগিয়ে ঘুরছে তালিবান৷ শরিয়ত আইনে বিরোধী কিছু দেখলেই ঝলসে উঠছে বুলেটে৷ মুড়ি মুড়কির মতো প্রাণ যাচ্ছে মানুষের৷ সন্তানকে বাঁচাতে মা মার্কিন সেনার হাতে সঁপে দিচ্ছেন শেষ সম্বল৷ অস্থির কাবুলের একমাত্র আশাভরসা মার্কিন সেনার অবস্থানের মেয়াদও শেষ হয়ে এল৷
বলাযায়, প্রায় শেষ করে দিল তালিবান৷ আগেই বলা হয়েছিল ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান ছাড়বে মার্কিন বাহিনী৷ একটা দিনও অতিরিক্ত পাওয়া যাবে না৷ এরমধ্যে শেষ করতে হবে উদ্ধার অভিযান৷ তালিবানের নির্দেশের নড়চড় হয়নি৷ সোমবার মধ্যরাতেই কাবুল ছেড়ে স্বদেশের দিকে উড়ে গেছে মার্কিন বায়ুসেনার ৫টি সি-১৭ কার্গো৷ এরপরেই স্বাধীনতার আনন্দে মেতেছে তালিবান৷
মঙ্গলবার সকালে তালিব প্রধান জাবিউল্লা মুজাহিদ বলেন, “মার্কিন বাহিনী কাবুল বিমানবন্দর ছেড়েছে৷ আমাদের দেশ পূর্ণ স্বাধীনতা পেল৷” অন্যদিকে বিমানবন্দর লাগোয়া এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা তালিবানির বক্তব্য, ২০ বছর বলিদানের পরে মার্কিন সেনার হাত থেকে মুক্ত আফগানিস্তান৷ কি যে আনন্দ হচ্ছে, ভাষায় প্রকাশ করতে পারব না৷