Syria: প্রবল যুদ্ধের দামামায় কাঁপবে বিশ্ব? সিরিয়ায় ২০০০ সেনা মোতায়েন আমেরিকার, দামাস্কাসে প্রতিদিন ৯০০ সেনা পাঠাচ্ছে পেন্টাগন?

তাহির আল শামকে জঙ্গি গোষ্ঠী বলে রাশিয়া থেকে তোপ দাগেন আসাদ। এসবের মধ্যেই এবার সিরিয়ায় সেনা মোতায়েনের কথা জানানো হয় ওয়াশিংটনের তরফে। এর আগে সিরিয়ায় ৯০০ সেনা পাঠানো হয়েছে বলে আমেরিকা জানায়।

US Army In Syria (Photo Credit: X)

দিল্লি, ২০ ডিসেম্বর: সিরিয়া (Syria) নিয়ে এবার বড় খবর প্রকাশ করল পেন্টাগন। সিরিয়ায় ইতিমধ্যেই ২ হাজার মার্কিন (US Army) সেনা পাঠানো হয়েছে। এমনই জানানো হয় পেন্টাগনের তরফে। অর্থাৎ বাশার আল-আসাদ দেশ ছেড়ে রাশিয়ায় পালাতেই  সেখানে ২ হাজার সেনা আমেরিকা মোতায়েন করেছে বলে খবর। বাশার দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছে। ফলে দামাস্কাসের (Damascus) দখল এখবন বিদ্রোহী তাহির আল-শাম গোষ্ঠীর হাতে। তাহির আল শামকে জঙ্গি গোষ্ঠী বলে রাশিয়া থেকে তোপ দাগেন আসাদ। এসবের মধ্যেই এবার সিরিয়ায় সেনা মোতায়েনের কথা জানানো হয় ওয়াশিংটনের তরফে। এর আগে সিরিয়ায় ৯০০ সেনা পাঠানো হয়েছে বলে আমেরিকা জানায়। তবে এবার তা নস্যাৎ করে ২০০ সেনাকে মোতায়েন রাখা হয়েছে বলে জানানো হয়। যা নিয়ে ফের উদ্বেগ বাড়তে শুরু করেছে।

আরও পড়ুন: Syria Mass Grave: আসাদ পালাতেই সিরিয়ায় উদ্ধার গণকবর, ৭৫ হাজারের বেশি মৃতদেহের সন্ধান, ভয়াবহ ভিডিয়ো

তবে রিপোর্টে প্রকাশ, সিরিয়ায় ২০০০ নয়, প্রতিদিন প্রায় ৯০০ করে সেনা পাঠাচ্ছে  আমেরিকা। জঙ্গিদের বাড়বাড়ন্ত রোধ করতেই আমেরিকার এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।

অন্যদিকে বাশার সিরিয়া ছাড়ার পর ইজরায়েল (Israel) হামলা শুরু করেছে। হেজবুল্লা বা হামাসের মত জঙ্গিরা যাতে সিরিয়ার দখল নিতে না পারে, তার চেষ্টাই ইজরায়েল করছে বলে দাবি করেন বেঞ্জামিন নেতানিয়াহু। তবে সিরিয়ার প্রতি ইজরায়েলের এই আগ্রাসন বন্ধ করা হোক। অবলম্বে সিরিয়ায় হামলা বন্ধ করুক ইজরায়েল। এমনই জানানো হয় রাষ্ট্রসংঘের তরফে।



@endif