Syria Mass Grave: আসাদ পালাতেই সিরিয়ায় উদ্ধার গণকবর, ৭৫ হাজারের বেশি মৃতদেহের সন্ধান, ভয়াবহ ভিডিয়ো
বিশাল আকারের প্লাস্টিক ব্যাগে ওই মৃতদেহগুলিকে কবরে প্রবেশ করানো হয়। একের পর এক মৃতদেহ গণকবর দেওয়া হয় আদ্রার একাধিক এলাকায়। আসাদের ক্ষমতা চূর্ণ হতেই এবার সেই গণকবর উদ্ধার হতে শুরু করেছে।
দিল্লি, ১৭ ডিসেম্বর: এবার সিরিয়ায় (Syria) উদ্ধার হচ্ছে গণকবর (Mass Grave)। ইউক্রেনের (Ukraine) পর সিরিয়াতেও গণকবরের ছবি দেখে আঁতকে উঠতে শুরু করেছে গোটা বিশ্ব। রাজধানী দামাস্কাস থেকে ১০ কিলোমিটার দূরে পশ্চিম আদ্রায় গণকবরের সন্ধান মেলে। আসাদ সিরিয়া ছেড়ে পালানোর পর গত কয়েকদিন ধরে পশ্চিম আদ্রায় গণকবরের সন্ধান মিলতে শুরু করেছে। রিপোর্টে প্রকাশ, সিরিয়ায় যে কুখ্যতা জেলগুলি রয়েছে, সেখান থেকে বন্দিদের খুন করে, আদ্রায় গণকবর দিত বলে জানা যাচ্ছে।
বিশাল আকারের প্লাস্টিক ব্যাগে ওই মৃতদেহগুলিকে কবরে প্রবেশ করানো হয়। একের পর এক মৃতদেহ গণকবর দেওয়া হয় আদ্রার একাধিক এলাকায়। আসাদের ক্ষমতা চূর্ণ হতেই এবার সেই গণকবর উদ্ধার হতে শুরু করেছে।
এখনও পর্যন্ত আদ্রায় ৭৫ হাজার মৃতদেহ ওই গণকবর থেকে উদ্ধার করা হয়েছে বলে একটি সূত্র মারফৎ খবর মিলছে। তবে সেটি আল হুসিনিয়ায়। সেখানে ১৫০টি গণকবর উদ্ধার করা হয়েছে বলে খবর।
একের পর এক গণকবর উদ্ধার হচ্ছে সিরিয়ায়...
নাম, পরিচয়হিন ব্যক্তিদের মৃতদেহ উদ্ধার হচ্ছে সিরিয়ার গণকবরে...
জানা যাচ্ছে, আদ্রায় যে গণকবরগুলি উদ্ধার করা হয়েছে, তার মধ্যে ৮টির মধ্যে থেকে উদ্ধার করা হওয়া মৃতদেহগুলির নাম, পরিচয় সব অজানা। খুন করে কাদের কবর দেওয়া হয়েছে, সে বিষয়ে সন্দিহান পুলিশ।