Sudan Clash: সুদানে দুপক্ষের সংঘর্ষে মৃত্যু বেড়ে ৪১৩, আহত ৩,৫৫১
দুপক্ষের মধ্যে এখনও চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ
সুদানে সেনা ও আধাসামরিক সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১৩। দেশটিতে শিশুদের অবস্থাও ভলো নয় বলে জানানো হয়েছে ইউএন চিলড্রেন এজেন্সীর পক্ষ থেকে।
WHO মুখপত্র মর্গারেট হ্যারিস জানিয়েছেন, সুদানে এখনও পর্যন্ত সরকারের তথ্য থেকে জানা যাচ্ছে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা ৪১৩, আহত ৩৫৫১ । এর পাশাপাশি ১১ টি স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
ঘটনায় এখনও পর্যন্ত ৯ জন শিশুর মৃত্যুর খবর এসেছে। সংঘর্ষের জেরে সাধারন মানুষের অবস্থা দুর্বিষহ হয়ে উঠেছে। জল, খাবারের ঘাটতি দেখা দিচ্ছে। বিদ্যুৎও অনেক স্থানে বন্ধ হয়ে রয়েছে। যার ফলে যুদ্ধের চরম মূল্য চোকাতে হচ্ছে দেশের সাধারন মানুষদের।
২০২১ সালের অক্টোবর থেকে দেশটি কোন সরকার ছাড়াই চলছে।সেনা অভ্যুত্থানের মধ্যে দিয়ে সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হ্যামডককে ( Prime Minister Abdalla Hamdok) সরিয়ে সুদানের দখল নেয় সেনারা। তারপর থেকে সুদানে সেনার শাসনই কায়েম রয়েছেে।