Sri Lanka: রনিল প্রেসিডেন্ট নির্বাচিত হতেই জ্বলে উঠল শ্রীলঙ্কা, ভাইরাল সেনা বাহিনীর হামলার ছবি
বৃহস্পতিবারে রাতে কলম্বোর গালি ফেসে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করেন বিরোধীরা। গালি ফেসে বিক্ষোভকারীদের শিবির ভেঙে গুঁড়িয়ে দেয় শ্রীলঙ্কার সেনা বাহিনী। যে ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর শোরগোল শুরু হয়।
কলম্বো, ২২ জুলাই: রনিল বিক্রমসিংঘে শ্রীলঙ্কার (Sri Lanka) নয়া প্রেসিডেন্ট নির্বাচিত হতেই ফের জ্বলে উঠল দ্বীপরাষ্ট্র। রনিল বিক্রংসিংঘের (Ranil Wickremesinghe) নির্দেশে শ্রীলঙ্কার সেনা বাহিনী যেভাবে কলম্বোয় বিক্ষোভকারীদের উপর চড়াও হয়, তা 'নৃশংস এবং ঘৃণ্য'। কলম্বোর গালি ফেসে শান্তিপূর্ণভাবে বিক্ষোভরতদের উপর যেভাবে হামলা চালানো হয়, তা অত্যন্ত নিন্দনীয় বলে অভিযোগ করে মানবাবধিকার কমিশন।
বৃহস্পতিবারে রাতে কলম্বোর (Colombo) গালি ফেসে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করেন বিরোধীরা। গালি ফেসে বিক্ষোভকারীদের শিবির ভেঙে গুঁড়িয়ে দেয় শ্রীলঙ্কার সেনা বাহিনী। যে ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর শোরগোল শুরু হয়।
আরও পড়ুন: Sri Lanka: নয়া প্রেসিডেন্ট ক্ষমতায় আসতেই বিক্ষোভকারীদের শিবিরে হানা শ্রীলঙ্কার সেনার, সংঘর্ষে আহত ৫০
নয়া প্রেসিডেন্টের নির্দেশে যেভাবে বিক্ষোভকারীদের শিবির গুঁড়িয়ে দেওয়া হয়, তা নিয়ে আন্তর্জাতিক মহলেও শুরু হয় শোরগোল। নয়া প্রেসিডেন্টের বিরোধিতায় যেভাবে মানুষ ফের রাস্তায় নামতে শুরু করেন, তা ভবিষ্যতে নয়া রূপ নেবে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।