Texas Car Accident: আমেরিকায় গাড়ি দুর্ঘটনায় মৃত অন্ধ্রপ্রদেশের বিধায়কের পরিবারের ৬ সদস্য

বড়দিনের ছুটিতে আনন্দ উপভোগ করতে অন্ধ্রপ্রদেশ থেকে সুদূর আমেরিকার টেক্সাস গেছিলেন রাজ্যের শাসকদল ওয়াইএসআর কংগ্রেস পার্টির বিধায়ক মুম্মিডিভারম পি ভেঙ্কাটা সতীশ কুমারের কাকা, তাঁর স্ত্রী ও মেয়ে-সহ পরিবারের কয়েকজন সদস্য। কিন্তু, আনন্দের সেই মুহূর্ত নিমেষে বদলে গেল বিষাদে।

প্রতীকী ছবি (Photo Credits: PTI)

টেক্সাস: বড়দিনের ছুটিতে আনন্দ উপভোগ করতে অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) থেকে সুদূর আমেরিকার (US) টেক্সাস (Texas) গেছিলেন রাজ্যের শাসকদল ওয়াইএসআর কংগ্রেস পার্টির বিধায়ক (YSR Congress Party MLA) মুম্মিডিভারম পি ভেঙ্কাটা সতীশ কুমারের (Mummidivaram P Venkata Satish Kumar) কাকা, তাঁর স্ত্রী ও মেয়ে-সহ পরিবারের কয়েকজন সদস্য। কিন্তু, আনন্দের সেই মুহূর্ত নিমেষে বদলে গেল বিষাদে। বড়দিনের উৎসব পালন করে এক জায়গায় থেকে আরেক জায়গায় গাড়ি করে যাওয়ার পথে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল গাড়িতে থাকা বিধায়কের কাকা, তাঁর স্ত্রী ও মেয়ে-সহ ৬ জনের। দুর্ঘটনায় জীবিত রয়েছেন বিধায়কের কাকার জামাই। তাঁকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও পড়ুন: Israel: জনবহুল এলাকা, রেস্তোরাঁ, পানশালা এড়িয়ে চলুন, দিল্লিতে বিস্ফোরণের পর নাগরিকদের সতর্কতা ইজরায়েলের

মৃতদের পরিবার সূত্রে জানা গেছে, বড়দিনের ছুটি কাটাতে অন্ধ্রপ্রদেশের ডঃ বি আর আম্বেদকর কোনাসীমা জেলার আমালাপুরমের বাসিন্দা ওই পরিবারটি আমেরিকার টেক্সাসে গেছিল। মার্কিন সময় মঙ্গলবার তাদের গাড়িটি জনসন কাউন্টির একটি হাইওয়ে দিয়ে যাওয়ার সময় মুখোমুখি একটি লরিতে ধাক্কা মারে (Texas Car Accident)। এর ফলে গাড়িতে থাকা ওয়াইএসআর কংগ্রেস পার্টির বিধায়ক সতীশ কুমারের কাকা পি নাগেশ্বর রাও, তাঁর স্ত্রী সীতা মহালক্ষ্মী, মেয়ে নভীনা, নাতি করুথিক, নাতনি নিশীথা এবং আরও এক ব্যক্তি।

দুর্ঘটনায় একমাত্র জীবিত রয়েছেন নাগেশ্বর রাও-এর জামাই লোকেশ। তাঁকে এয়ারলিফট করে হাসপাতালে পৌঁছনো হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা গুরুতর বলে জানা গেছে। আরও পড়ুন: জেরে স্বামীর পুরুষাঙ্গ টুকরো টুকরো করলেন স্ত্রী



@endif