US: বিমানসেবিকাকে সেক্স-এর প্রস্তাব, মাঝ আকাশে বিমানের দরজা খুলল মত্ত যুবক, গ্রেফতার

বিমানসেবিকাকে সেক্স করতে হবে বলে ওই মত্ত যুবক দাবি করেন। বিমানসেবিকা রাজি না হলে, মাঝ আকাশে ওই যুবককে বিমানের দরজাও খুলে ফেলতে দেখা যায়। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়।

Flight, Representational Image (Picture Courtesy: ANI)

মাঝে আকাশে উত্তপ্ত মার্কিন বিমানের (US) অন্দরমহল। সিয়াটেল থেকে ডালাসের পথে বিমানের মাঝে কার্যত কুকর্ম করেন করেন বছর ২৬-এর এক যুবক। রিপোর্টে প্রকাশ, অতিরিক্ত মাদকের নেশা করে  ওই যুবক বিমানে চাপেন। এরপর বিমানের কর্মীদের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। মার্কিন অ্যাটর্নি অফিসের তরফে জানানো হয়, অতিরিক্ত মাদকাসক্ত  হয়ে ওই যুবক বিমানে চাপেন। এরপর বিমান ওড়ার পরপরই ওই যুবক এক বিমান কর্মীর সঙ্গে খারাপ ব্যবহার করেন। এমনকী বিমানের এক কর্মীর গালে ওই যুবক চড়ও মারেন বলে অভিযোগ।

পাশাপাশি বিমানসেবিকাকে সেক্স (Sex)  করতে হবে বলে ওই মত্ত যুবক দাবি করেন। বিমানসেবিকা রাজি না হলে, মাঝ আকাশে ওই যুবককে বিমানের দরজাও খুলে ফেলতে দেখা যায়। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়।

এরপর বিমানটি বিমানবন্দরে পৌঁছলে ওই মত্ত যুবককে গ্রেফতার করা হয়।



@endif