Iraq: 'মধ্যযুগে' ফিরছে ইরাক, ছোট ছোট মেয়েদের 'খাঁচায় বন্ধ' করতে নয়া আইন সরকারের
যে বিল ইরাক আনতে চলেছে, সেখানে বলা হয়েছে মেয়েদের 'অনৈতিক বা অবৈধ' সম্পর্কের হাত থেকে রক্ষা করতেই তাদের বিয়ের বয়স ১৮ থেকে কমিয়ে ৯ করা হচ্ছে।
দিল্লি, ১১ নভেম্বর: ইরাকে নতুন নিয়ম। এবার থেকে ইরাকে মেয়েদের বিয়েতে সম্মতির বয়স আরও কমানো হল। ইরাকে এবার ১৮ নয়, ৯ বছর করা হল মেয়েদের বিয়ের সম্মতির বয়স। অর্থাৎ ইরাকে মেয়েদের বিয়ে দিতে চাইলে ৯ বছরের তা সম্পন্ন করা যাবে বলে জানানো হয়েছে সে দেশের তরফে। অর্থাৎ এবার থেকে ইরাকে ৯ বছর বয়স হলেই মেয়েদের বিয়ে দেওয়া যাবে বলে সে দেশের সরকার আইন আনতে চলেছে বলে খবর। কোনও পরিবার যদি চায়, ছোট বয়সেই কন্যা সন্তানকে বিয়ে দেবে, তাহলে তারা ৯ বছরেই দিতে পারে। পাশাপাশি সেটা তাঁদের পারিবারিক নিয়মের মাধ্যমেই হবে বলে একটি বিল পাশ করতে চলেছে ইরাক।
ইরাকে নয়া নিয়মের যে গেরো আসছে, তাতে ফের এই দেশটি মধ্য যুগে ফিরে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। 'Law 188' নামে যে আইনের মাধ্যমে ইরাকে এই নতুন নিয়ম আসছে, তা ১৯৫৯ সালে একবার আনা হয়। এবার তা ফের বলবৎ-এর তোড়জোড় চলছে। ফলে ইরাকের বাসিন্দারা এই বিলকে কোনভাবে নেয়, সেদিকে তাকিয়ে প্রায় গোটা বিশ্ব।