Sheikh Hasina's Cat: ৪০ হাজার টাকায় বিক্রি হয়েছিল হাসিনার প্রিয় পার্সি বিড়ালটি, কীভাবে গণভবনে ফিরল সেই পোষ্য?
গণভবন থেকে লুট হয়েছিল রাজহাঁস, খরগোশ এমনকি শেখ হাসিনার প্রিয় পার্সি বিড়াল এবং জার্মান শেফার্ডও। প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবন থেকে লুটের পর বিড়ালটিকে ৪০ হাজার বাংলাদেশি টাকায় বিক্রি করে দেওয়া হয়। অবশেষ সেই পোষ্য ফিরল গণভবনে।
বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) দেশ ছাড়তেই তাঁর বাসভবন গণভবনের দখল নেয় বিক্ষোভকারীরা। প্রধানমন্ত্রী আবাসের শয়নকক্ষে ঢুকে বিছানায় দাপিয়ে বেরানো, গণভবনের কর্মীদের জন্যে রান্না করা সমস্ত খাবারে আন্দোলনকারীদের হামলে পড়ার পাশাপাশি চলে দেদার লুটপাট। হাসিনার শাড়ি, সুটকেস থেকে শুরু করে গণভবনের দরজা, জানলা, আসবাদপত্র বাদ যায়নি কোন কিছুই। পদ্মপার থেকে সেই সমস্ত দৃশ্য ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। এদিন গণভবন থেকে লুট হয়েছিল রাজহাঁস, খরগোশ এমনকি শেখ হাসিনার প্রিয় পার্সি বিড়াল এবং জার্মান শেফার্ডও। প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবন থেকে লুটের পর বিড়ালটিকে ৪০ হাজার বাংলাদেশি টাকায় বিক্রি করে দেওয়া হয়। অবশেষ সেই পোষ্য ফিরল গণভবনে।
এক স্বেচ্ছাসেবী সংগঠন সমাজমাধ্যমে জানিয়েছে, বিক্রি হয়ে যাওয়া হসিনার পার্সি বিড়ালটিকে উদ্ধার করেছে বাংলাদেশের বিশেষ নিরাপত্তা বাহিনী (Bangladesh Special Security Force)। তাকে ফেরানো হয়েছে তার পুরনো বাসস্থান অর্থাৎ গণভবণে। ফিরিয়ে আনা হয়েছে জার্মান শেফার্ড কুকুরটিকেও।
অভয়ারণ্য নামে ওই স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে অনুরোধ করা হয়েছে, গণভবন থেকে লুট করা পশু পাখিদের যেন পুনরায় সেখানে ফিরিয়ে দেওয়া হয়। এও জানানো হয়েছে, গণভবনে পশুপাশির যত্নের দায়িত্বে যিনি ছিলেন তাঁকেও ফিরিয়ে আনা হয়েছে। তাঁর কাছেই লুট হওয়ার পশুপাখিদের ফিরিয়ে দেওয়ার জন্যে আর্জি জানানো হয়েছে।