Vikram Doraiswami Incident: ভারতীয় রাষ্ট্রদূতকে আটকানোর বিষয়ে মুখ খুললেন ব্রিটেনের গুরুদ্বারার সাধারণ সম্পাদিকা প্রভজ্যোত কাউর, ভিডিয়োতে শুনুন তাঁর বক্তব্য
সম্প্রতি স্কটল্যান্ডের গ্লাসগো গুরুদ্বারায় প্রবেশ করার সময় ব্রিটেনে ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামীকে আটকায় কয়েকজন খালিস্তানি সমর্থক।
গ্লাসগো: সম্প্রতি স্কটল্যান্ডের (Scotland) গ্লাসগো গুরুদ্বারায় (Glasgow Gurudwara) প্রবেশ করার সময় ব্রিটেনে ভারতীয় রাষ্ট্রদূত (Indian High Commissioner to the UK) বিক্রম দোরাইস্বামীকে (Vikram Doraiswami) আটকায় কয়েকজন খালিস্তানি সমর্থক। বিষয়টি নিয়ে লন্ডনের সঙ্গে টানাপোড়েন চলছে দিল্লির। রবিবার এই ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন গ্লাসগো গুরুদ্বারার সাধারণ সম্পাদিকা প্রভজ্যোত কাউর (Glasgow Gurdwara General Secretary Prabhjot Kaur)।
এপ্রসঙ্গে তিনি বলেন, "গত ২০ সেপ্টেম্বর গ্লাসগো গুরুদ্বারায় একটি ঘটনা (Vikram Doraiswami Incident) ঘটেছে। ওইদিন স্কটিশ সংসদের (Scottish Parliament) একজন সদস্যের সঙ্গে ব্যক্তিগত ভ্রমণে (personal visit) গুরুদ্বারায় এসেছিলেন ভারতীয় রাষ্ট্রদূত। আচমকা গ্লাসগো এলাকার বাইরের কিছু অজ্ঞাত পরিচয়ের মানুষরা তাঁর ভ্রমণে বাধা (disrupt) দেয়। এর ফলে ভারতীয় রাষ্ট্রদূত এবং তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা গুরুদ্বারা চত্বর থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। আর তাঁরা সেখান থেকে চলে যাওয়ার পরে ওই অজ্ঞাত পরিচয়ের আইনভঙ্গকারী ব্যক্তিরা গুরুদ্বারার প্রার্থনাতেও বাধা দেয়। পরে স্কটল্যান্ড পুলিশের (Scotland Police) পক্ষ থেকে বিষয়টি নিয়ন্ত্রণে আনা হয়। গ্লাসগো গুরুদ্বারা এই ধরনের অনভিপ্রেত ও দুর্ব্যবহারের কারণে শিখ ধর্মাবলম্বী মানুষদের প্রার্থনাস্থলে শান্তিপূর্ণ প্রক্রিয়া ব্যাহত হওয়ার তীব্র নিন্দা (strongly condemns) জানাচ্ছে। গুরুদ্বারা সমস্ত সম্প্রদায়ের মানুষদের জন্য খোলা রয়েছে এবং আমাদের আদর্শের উপর বিশ্বাসের ভিত্তিতে আমরা সবাইকে স্বাগত জানাই।" আরও পড়ুন: London Khalistani Attack: লন্ডনে শিখ রেস্তোরাঁ মালিকের গাড়িতে একাধিক গুলি, ভাঙচুরের অভিযোগ খালিস্তানিদের বিরুদ্ধে
দেখুন ভিডিয়ো:
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)