MERS Coronavirus: সৌদি আরবে ছড়াচ্ছে মার্স করোনা ভাইরাস! আক্রান্ত ৪, উদ্বেগ প্রকাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার
একদিকে যখন বিশ্বজুড়ে করোনা আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছে জনসাধারণ, তখন মিডল ইস্ট দেশগুলিতে ফের থাবা বসাচ্ছে এই ভাইরাস। জানা যাচ্ছে, এই ভ্যারিয়েন্টের নাম মার্স করোনাভাইরাস (MERS Coronavirus)। মার্স অর্থাৎ মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম (Middle East Respiratory Syndrome)। তবে এটা নতুন কিছু নয়। ১২ বছর আগেও এই ভাইরাস আতঙ্ক ছড়িয়েছিল সৌদি আরব সহ একাধিক মিডল ইস্ট দেশগুলিতে।
জানা যাচ্ছে, এখনও পর্যন্ত চারজন আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। যাদের মধ্যে দুজনের মধ্যে একে অপরের মাধ্যমে ছড়িয়েছে। ইতিমধ্যেই আক্রান্তদের আইসোলেশনে পাঠানো হয়েছে। উপসর্গ বলতে জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যাথা এইসবই রয়েছে। এই ভাইরাসে মৃত্যুর আশঙ্কা খুব একটা নেই বলেই জানা গিয়েছে। ফলে আক্রান্তদের স্বাস্থ্য পরীক্ষা করে আলাদা থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এই ভাইরাস মূলত উটের মধ্যে দেখা যায়। আক্রান্ত উটের সংস্পর্শে এলে দ্রুত মানবদেহে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। গল্ফ দেশগুলির নাগরিকদের সচেতন থাকার পরামর্শ দিয়েছে। এবং সেই সঙ্গে বিধি নিষেধ মেনে চলার কথাও বলেছে হু।