Saudi Arabia Crown Prince 'Assassination Attempt': ইজরায়েলের পাশ থেকে সরতেই সৌদি আরবের রাজা মহম্মদ বিন সলমনের গাড়িতে হামলার চেষ্টা? দেখুন ভিডিয়ো
অনেকের দাবি, এই পিছনে মোসাদের হাত রয়েছে। ইজরায়েলের সঙ্গে সৌদি আরব কোনওভাবে হাত মেলাবে না বলে জানানো হয়। ইজরায়েলের পাশ থেকে মহম্মদ বিন সলমন সরে যাওয়াতেই তাঁর গাড়ির উপর হামলার চেষ্টা চালানো হয় বলে দাবি করেন অনেকে।
সৌদি আরবের রাজা মহম্মদ বিন সলমনকে হত্যার চেষ্টা করা হল? এমনই একটি খবর প্রকাশ্যে আসতে শুরু করেছে। যেখানে দেখা যাচ্ছে, রিয়াধে যখন কড়া নিরাপত্তা পরিবেষ্টিত হয়ে মহম্মদ বিন সলমন গাড়িতে ছিলেন, সেই সময় সেখানে হামলা চলে। তবে বরাত জোরে রক্ষা পান সৌদি রাজা। এরপর রিয়াধে মহম্মদ বিন সলমনের গাড়ি জ্বলতে দেখা যায় বলে খবর। যদিও অফিসিয়ালি এ বিষয়ে কোনও খবর মেলেনি। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিয়ো এবং ছবি ফুটে উঠতে শুরু করেছে।
দেখুন ভিডিয়ো...
যদিও এই খবর ছড়াতেই অনেকে পালটা দাবি করেন, যা ছড়িয়েছে, তা একেবারেই সত্যি নয়। এই খবর ভিত্তিহীন বলেও দাবি করেন অনেকে।
যদিও অনেকের দাবি, এই পিছনে মোসাদের হাত রয়েছে। ইজরায়েলের সঙ্গে সৌদি আরব কোনওভাবে হাত মেলাবে না বলে জানানো হয়। ইজরায়েলের পাশ থেকে মহম্মদ বিন সলমন সরে যাওয়াতেই তাঁর গাড়ির উপর হামলার চেষ্টা চালানো হয় বলে দাবি করেন অনেকে।