IPL Auction 2025 Live

Saudi Arabia: সৌদি আরবে নির্মম শাস্তি, ১০ দিনে মুণ্ডচ্ছেদ ১২ জনের, রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

এর আগে মার্চ মাসে ৮১ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাও ঠিক এভাবেই। একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগেই মার্চ মাসে ওই ৮১ জনকে শিরচ্ছেদ করা হয় বলে খবর। জানা যায়, ওই সময় যাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ ওঠে, তাদেরও শিরচ্ছেদ করা হয়।

Saudi Arabia PM (Photo Credit: Wikipedia)

দিল্লি, ২২ নভেম্বর:  গত ১০ দিনে ১২ জনের শিরচ্ছেদ করা হয়েছে। সৌদি আরবের (Saudi Arabia) এমনই একটি রিপোর্ট প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। যে  রিপোর্টে দাবি করা হয়, গত ১০ দিনে ১২ জনকে নির্মমভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মাদক সংক্রান্ত বিষয়ে জড়িত থাকার অভিযোগেই ওই ১২ জনের শিরচ্ছেদ করা হয় বলে খবর। রিপোর্ট অনুযায়ী, মাদক সংক্রান্ত বিষয়ে অভিযুক্ত থাকায় ৩ পাকিস্তানি, ৪ জন সিরিয়ান, জর্ডনের ২ জন এবং সৌদির ৩ জনের মুণ্ডচ্ছেদ করা হয়েছে। শুধু তাই নয়, সৌদি আরবে যে ১২ জনের মুণ্ডচ্ছে করা হয়েছে, তাঁদের প্রত্যেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তলোয়ার ব্যবহার করে। সৌদি আরবের এমন ভয়াবহ ছবি প্রকাশ্যে আসার পর শিউরে উঠতে শুরু করেছে প্রায় গোটা বিশ্ব।

তবে এই প্রথম নয়, এর আগে মার্চ মাসে ৮১ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাও ঠিক এভাবেই। একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগেই মার্চ মাসে ওই ৮১ জনকে শিরচ্ছেদ করা হয় বলে খবর। জানা যায়, ওই সময় যাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ ওঠে, তাদেরও শিরচ্ছেদ করা হয়। একসঙ্গে ৮১ জনকে চরম শাস্তি দেওয়ার ঘটনা বর্তমান সময়ে আর চোখে পড়েনি বলে খবর।

প্রসঙ্গত ২০১৮ সালে সৌদি আরব ঘোষণা করে, শাস্তির মাত্রা কিছুটা হলেও কমানো হবে। তবে খুন এবং মানুষ পাচারের অভিযোগে যারা যুক্ত থাকবে, তাদের কঠিনতম শাস্তি দেওয়া হবে বলে ঘোষণা করা হয় সৌদি প্রশাসনের তরফে।