বাসন্তী, ৩১ মেঃ প্রকাশ্য দিবালোকে ব্যস্ত রাস্তা দিয়ে কাটা মুণ্ডু হাতে নিয়ে হেঁটে বেরালেন এক ব্যক্তি। দক্ষিণ চব্বিশ পরগণার বাসন্তীতে (Basanti) হাড়হিম করা ঘটনা। ধারালো অস্ত্র দিয়ে বৌদির গলা কেটে সেই কাটা মুণ্ডু নিয়ে রাস্তায় ঘুরলেন দেওর। শনিবার সকালে বাসন্তীর ভরতগড়ের এলাকাবাসী সেই দৃশ্য দেখে আঁতকে ওঠেন। ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের মধ্যে হুড়োহুড়ি কাণ্ড বেধে যায়। ছুটে যে যার মত ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করে দেন স্থানীয়রা। ইতিমধ্যেই বারুইপুর পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বাসন্তীর ভরতগড় ৬ নম্বর এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম বিমল মণ্ডল। খুন হওয়া মহিলার নাম সতী মণ্ডল। মাস কয়েক আগেই মারা যান সতীর স্বামী। সতীর বাড়ির পাশেই বিমলের বাড়ি। শনিবার সকালে আম পাড়া নিয়ে দেওর এবং বিধবা বৌদির মধ্যে বচসার সূত্রপাত।
বৌদির কাটা মুণ্ডু হাতে রাস্তায় দেওর
BASANTI,WB
Brother in law chops off woman head with chopper and then carries her severed head to police station. The accused name is Bimal Mondal and deceased woman name is Sati Mondal. Locals claim that today, two were arguing in a local field. Then suddenly Bimal attacked her. pic.twitter.com/yEiK6g6JxG
— Tolamul Monitor (@TMCWatch) May 31, 2025
বাড়ির পাশের একটি আম গাছ থেকে আম পাড়ছিলেন সতী। বৌদিকে বাধা দিয়ে বিমল জানান, ওই গাছ তাঁর মালিকানাধীনে। সেই দাবি অস্বীকার করে সতী পালটা বলেন, এই গাছ তাঁর। দুজনের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। এরপরেও হঠাৎ বিমল প্রচণ্ড রেগে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে বৌদিকে কুপিয়ে দেন। ধর থেকে আলাদা করে দেন মুণ্ডু। বৌদির কাটা মুণ্ডু হাতে রাস্তায় ঘুরে বেড়ান তিনি। গ্রেফতারির পর নিজের অপরাধ স্বীকার করেছেন বিমল।