Turkey-Syria Earthquake: তুরস্ক, সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্প, উপগ্রহ চিত্রে ছবি দেখে চমকে উঠল গোটা বিশ্ব
ভারত, রাশিয়া, জার্মানি-সহ একাধিক দেশেের সেনা বাহিনীর পাশাপাশি বিপর্যয় মোকাবিলাকারী দলএও তুরস্ক, সিরিয়ায় হাজির হয়ে জোর কদমে উদ্ধার কাজ চালাচ্ছে। ভূমিকম্পের ৮ দিন পর তুরস্ক এবং সিরিয়া থেকে উঠে আসছে ভয়াবহ ছবি।
ইস্তানবুল, ১৫ ফেব্রুয়ারি: ৬ ফেব্রুয়ারির বিধ্বংসাী ভূমিকম্পের (Earthquake) জেরে কার্যত ছারখার তুরস্ক এবং সিরিয়া। ভয়াবহ কম্পনের জেরে সিরিয়া (Syria) এবং তুরস্কে (Turkey) মোট কত মানুষের মৃত্যু হয়েছে, সেই পরিসংখ্যান এখনও অজানা। তবে প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। সেই সঙ্গে তুরস্ক এবং সিরিয়ার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হচ্ছে একের পর এক মৃতদেহ। যদিও ভূমিকম্পের ৮ দিন পরও এক আধজনকে জীবিত অবস্থায় উদ্ধার করছে উদ্ধারকারী দল।
ভারত, রাশিয়া, জার্মানি-সহ একাধিক দেশেের সেনা বাহিনীর পাশাপাশি বিপর্যয় মোকাবিলাকারী দলএও তুরস্ক, সিরিয়ায় হাজির হয়ে জোর কদমে উদ্ধার কাজ চালাচ্ছে। ভূমিকম্পের ৮ দিন পর তুরস্ক এবং সিরিয়া থেকে উঠে আসছে ভয়াবহ ছবি। ভেঙেচুরে দেশ দুটি যেন গুটিয়ে গিয়েছে। উপগ্রহ চিত্রেও তুরস্ক এবং সিরিয়ার বিধ্বংসী ছবি ধরা পড়ছে। যা দেখে মন খারাপ গোটা বিশ্বের মানুষের।
প্রসঙ্গত ভারতের এনডিআরএফ একটানা উদ্ধার কাজ শুরু করেছে তুরস্কে। দিনরাত এক করে তুরস্কে কাজ করছে ভারতের বিপর্যয় মোকাবিলাকারী দল।