Russian President Vladimir Putin Is Dead? : ক্যানসারে আক্রান্ত ভ্লাদিমির পুতিন মৃত? খবর ছড়াতেই প্রতিক্রিয়া ক্রেমলিনের
সম্প্রতি খবর ছড়ায় পুতিন হৃদরোগে আক্রান্ত। টেলিগ্রাম চ্যানেলের তরফে ওই খবর ছড়াতেই তা নিয়ে এর আগে মুখ খোলেন দিমিত্রি পেসকভ। পুতিনের স্বাস্থ্য নিয়ে বার বার গুজব ছড়াচ্ছে বলে স্পষ্ট করে দেন পেসকভ।
ভ্লাদিমির পুতিন ভাল আছেন। তিনি সুস্থ। ক্যানসারে রুশ প্রেসিডেন্টের মৃত্যু হয়েছে বলে যে গুঞ্জন ছড়ায়, তা পুরোপুরি মিথ্যে। এই গুজবের কোনও সত্যতা নেই। এবার এমনই জানানো হল ক্রেমলিনের তরফে। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রুশ প্রেসিডেন্টের মৃত্যু হয়েছে বলে যে খবর ছড়ায়, তা একেবারে অযৌক্তিক। উত্তর মস্কোর ভালদাই প্যালেসে পুতিনের মৃত্যু হয়েছে বলে একটি টেলিগ্রাম চ্যানে মারফৎ খবর ছড়ায়। যা নিয়ে জোর জল্পনা শুরু হলে, সে বিষয়ে ক্রেমলিনের তরফে কড়া প্রতিক্রিয়া জানানো হয়।
সম্প্রতি খবর ছড়ায় পুতিন হৃদরোগে আক্রান্ত। টেলিগ্রাম চ্যানেলের তরফে ওই খবর ছড়াতেই তা নিয়ে এর আগে মুখ খোলেন দিমিত্রি পেসকভ। পুতিনের স্বাস্থ্য নিয়ে বার বার গুজব ছড়াচ্ছে বলে স্পষ্ট করে দেন পেসকভ।
ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন শুরু হয়। এমনকী, পুতিনের 'হমশকল' ব্যবহার করে ক্রেমলিন কাজ চালাচ্ছে বলেও বিভিন্ন সময় দাবি করা হয়। এমনকী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও একবার পুতিনের শরীর ভাল নেই বলে মন্তব্য করেন। সেসব গুজব উড়িয়ে সম্প্রতি চিন সফরে যান পুতিন। ইউক্রেনর 'যুদ্ধ অপরাধ' করা হচ্ছে। এই অভিযোগে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টের তরফে গ্রেফতারি পরোয়ানা জারির পর রুশ প্রেসিডেন্ট চিন সফরে যান কড়া নিরাপত্তার মোড়কে।