Vladimir Putin: ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত রাশিয়া? আলোচনা নিয়ে বড় কথা পুতিনের

চিন সফরের আগে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন রুশ প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেন, যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে চান তাঁরা। সেখানে যেমন ইউক্রেনের কথা শোনা যাবে, তেমনি রাশিয়ার কীসে ভাল হবে এবং তাঁরা কী চান, সে বিষয়েও আলোচনা চলবে বলে জানান পুতিন।

Vladimir Putin (Photo Credit: Instagram)

এবার কি ইউক্রেনের (Ukraine)  সঙ্গে যুদ্ধ থামানোর ইঙ্গিত দিলেন ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)? এবার তেমনই কথা শোনা গেল রুশ প্রেসিডেন্টের গলায়। ভ্লাদিমির পুতিন চিন সফরের আগে জানান, তাঁরা ইউক্রেনের সঙ্গে কথা বলতে প্রস্তুত। অর্থাৎ যুদ্ধ বন্ধে রাশিয়া এবার ইতিবাচক পদক্ষেপ করতে চায় বলে জানান পুতিন। দুই দেশের স্বার্থেই রাশিয়া এবার ইউক্রেনের সঙ্গে আলোচনায় ব,তে চায় বলে জানান রুশ প্রেসিডেন্ট।

চিন সফরের আগে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন রুশ প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেন, যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে চান তাঁরা। সেখানে যেমন ইউক্রেনের কথা শোনা যাবে, তেমনি রাশিয়ার কীসে ভাল হবে এবং তাঁরা কী চান, সে বিষয়েও আলোচনা চলবে বলে জানান পুতিন।

আরও পড়ুন: Russia: 'ওয়ার জোন'-এ যাবেন না, রাশিয়া থেকে ২০ ভারতীয়কে উদ্ধারের চেষ্টা দিল্লির

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে বিশেষ সেনা অভিযান চালায় রাশিয়া। সেই থেকে দুই দেশের মধ্যে ক্রমাগত উত্তাপ বাড়ছে। ইউক্রেনের পাশে দাঁড়িয়ে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক তোপ দাগতে দেখা যায় পশ্চিমী বিশ্বকে। তা সত্ত্বেও যুদ্ধ থেকে পিছপা হয়নি রাশিয়া।