Cancer Vaccine: বড় খবর, মারণ ক্যানসারের ভ্যাকসিন তৈরি, বিনামূল্যে জনগণকে দেবে সরকার
রুশ সংবাদ সংস্থা তাস-এর খবর অনুযায়ী, ক্যানসারের এই ভ্যাকসিন তৈরির পর তার পরীক্ষানীরিক্ষা চালানো হয়েছে জোর কদমে। এই টিকা মানুষের শরীর থেকে মারণ ব্যাধি দূর করতে সক্ষম।
দিল্লি, ১৮ ডিসেম্বর: বড় খবর এল রাশিয়া (Russia) থেকে। এবার ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) দেশ তৈরি করে ফেলল ক্যানসারের টিকা (Cancer Vaccine)। নিজেদের গবেষণাগারে তৈরি এই ক্যানসারের টিকা বা ভ্যাকসিন দেশের মানুষকে বিনামূল্যে দেওয়া হবে বলে রিপোর্টে প্রকাশ। ২০২৫ সালে ক্যানসারের এই জীবনদায়ী টিকা রাশিয়ায় প্রকাশ করা হবে বলে খবর। ভযাকসিনের নাম mRNA। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রকের তরফে অ্যানড্রে ক্যাপরিন এই খবর প্রকাশ করেন। যা নিয়ে কার্যত হইচই শুরু হয়েছে।
রুশ সংবাদ সংস্থা তাস-এর খবর অনুযায়ী, ক্যানসারের এই ভ্যাকসিন তৈরির পর তার পরীক্ষানীরিক্ষা চালানো হয়েছে জোর কদমে। এই টিকা মানুষের শরীর থেকে মারণ ব্যাধি দূর করতে সক্ষম। এমন রিপোর্ট হাতে আসার পরই তা রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশ করা হবে বলে খবর। পাশাপাশি এই ভ্যাকসিন দেশের মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। এই খবরও জানানো হয়।
খুব শিগগিরই ভ্লাদিমির পুতিন এ বিষয়ে দেশের মানুষের সামনে নিজের বক্তব্য প্রকাশ করবেন। আগামী প্রজন্মকে সুরক্ষিত করতেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত রাশিয়ায় সন্তান জন্ম দেওয়ার সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে পুতিন সরকার। ইউক্রনে যুদ্ধে জেরে বহু মানুষের মৃত্যু হয়েছে বা হচ্ছে। তার জেরে দেশের জনসংখ্যা কার্যত চ্যালেঞ্জের মুখে। এমতাবস্থায় কাজের মাঝে সেক্স করুন, সন্তানের জন্ম দিন বলে আহ্বান করা হয় পুতিন সরকারের তরফে। পাশাপাশি রাতের একটি নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হবে। যাতে দম্পতিরা নির্জনে সময় কাটাতে পারে এবং শারীরিকভাবে একাত্ম হতে পারেন। দেশের জনসংখ্যা যখন চ্যালেঞ্জের মুখে, সেই সম ক্যানসারের ভ্যাকসিন তৈরি রুশ সরকারকে আরও সামনের দিকে নিয়ে যাবে বলেই মনে করছে বিভিন্ন মহল।