Russia-Ukraine War: রাশিয়ার কাছে মাথা নত করবে না, মারিউপলে অস্ত্র সমর্পণ নয়, স্পষ্ট জানাল ইউক্রেন

মারিউপলের পাশাপাশি উত্তর কিভেও লাগাতার বোমাবর্ষণ শুরু করেছে রুশ সেনা। রবিবার রাশিয়ার একটানা বোমাবর্ষণের জন্য উত্তর কিভে ৬ জনের মৃত্যু হয় বলে খবর।

Russia-Ukraine War (Photo Credit: Twitter)

কিভ, ২১ মার্চ:  ইউক্রেনের (Ukraine) অন্যতম বড় শহর মারিউপলে (Mariupol) লাগাতার হামলা শুরু করেছে রাশিয়া। রুশ সেনা বাহিনীর হামলার জেরে বিধ্বস্ত মারিউপল। ফলে মারিউপলে যাতে ইউক্রেনীয় সেনা অস্ত্র সমর্পণ করে, সে বিষয়ে জানানো হয় পুতিন (Vladimir Putin) বাহিনীর তরফে। তবে রাশিয়ার (Russia) আক্রমণ যতই ধারাল হোক না কেন, ইউক্রেনীয়রা কোনওভাবে আত্মসমর্পণ করবেন না বলে জানানো হয়। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেনসকুকের তরফে এ বিষয়ে জোরাল দাবি করা হয়েছে।

 

এদিকে মারিউপলের পাশাপাশি উত্তর কিভেও লাগাতার বোমাবর্ষণ শুরু করেছে রুশ সেনা। রবিবার রাশিয়ার একটানা বোমাবর্ষণের জন্য উত্তর কিভে ৬ জনের মৃত্যু হয় বলে খবর।

আরও পড়ুন: Russia-UKraine War: রবিবার রাতভর কিভে বোমাবর্ষণ রাশিয়ার, ইউক্রেনের রাজধানী মৃত্যু ৬ জনের

অন্যদিকে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর পর সেখানে এখনও পর্যন্ত ৯০০ জনের মৃত্যু হয়েছে। রাষ্ট্রসংঘের তরফে এবার এমনই একটি চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করা হয়েছে।