Russia-Ukraine War: ইউক্রেনের দিপরো শহরে রুশ ক্ষেপনাস্ত্রের ভয়াবহ হামলা, নিহত বহু
রুশ মিসাইলের হামলার জেরে দিপরো শহরে ৩০ জনের মৃত্যুর পাশাপাশি আরও ৩০ জন হাসপাতালে ভর্তি আহত অবস্থায়। যাঁদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। রিপোর্ট প্রকাশ, রুশ মিসাইল যখন দিপরো শহরে হামলা চালায়, একটি অ্যাপার্টমেন্ট ভেঙে পড়লে, তার নীচে কমপক্ষে ৩০-৪০ জন আটকে রয়েছেন।
কিভ, ১৬ জানুয়ারি: ইউক্রেনে (Ukraine) ফের এক নাগাড়ে হামলা শুরু করল রাশিয়া (Russia)। রুশ মিসাইলের হামলার জেরে ইউক্রেনের দিপরো শহরে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। রুশ মিসাইলের হামলার জেরে দিপরো শহরে ৩০ জনের মৃত্যুর পাশাপাশি আরও ৩০ জন হাসপাতালে ভর্তি আহত অবস্থায়। যাঁদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। রিপোর্ট প্রকাশ, রুশ মিসাইল যখন দিপরো শহরে হামলা চালায়, একটি অ্যাপার্টমেন্ট ভেঙে পড়লে, তার নীচে কমপক্ষে ৩০-৪০ জন আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারের চেষ্টা শুরু করা হয়েছে বলে খবর। পূর্ব-মধ্যে ইউক্রেনে অবস্থিত দিপরো শহর। সেখানেই হামলা চালায় রুশ মিসাইল। যার জেরে সেখান থেকে একের পর এক মৃত্যুর খবর আসতে শুরু করে।
দিপরো শহরের পাশাপাশি ইউক্রেনের রাজধানী কিভ, খারকিভেও রুশ মিসাইল হামলা শুরু করেছে। ফলে সেখানকার বাসিন্দারাও আতঙ্কে রয়েছেন।