Vladimir Putin Health Update: বেশিদিন আয়ু নেই ক্যানসার আক্রান্ত পুতিনের, দাবি ইউক্রেনের গোয়েন্দা আধিকারিকের

সম্প্রতি বেশ কিছুদিন ধরেই ভ্লাদিমির পুতিনের শারীরিক পরিস্থিতির অবনতি হতে শুরু করে। তিনি ভাল নেই। ফলে চিকিৎসকদের তত্ত্বাবধানে পুতিন রয়েছেন বলে শোনা যায়। সেই সূত্র ধরেই বুদানভ বলেন, পুতিন ক্যানসারে আক্রান্ত। শিগগিরই তাঁর মৃত্যু হতে পারে।

Vladimir Putin (Photo Credit: Instagram)

কিভ, ৬ জানুয়ারি: ইউক্রেনে বিশেষ সেনা অভিযান চলার পর থেকে রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin) নিয়ে জোর জল্পনা শুরু হয়। শোনা যায়, ভ্লাদিমির পুতিনের শরীর ভাল নেই। তিনি ক্যানসারে আক্রান্ত। ভ্লাদিমির পুতিনের শারীরিক অবস্থা নিয়ে যখন জোর গুঞ্জন শুরু হয়, সেই সময় ইউক্রেনের গোয়েন্দা সংস্থার অন্যতম প্রধান কিরলো বুদানভ নয়া দাবি করেন। ইউক্রেনের গোয়েন্দা সংস্থার প্রধান দাবি করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্যানসারে আক্রান্ত। তাঁর শারীরিক অবস্থা ভাল নেই। খুব শিগগিরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়তে পারেন বলে দাবি করেন ইউক্রেনের (Ukraine)  ওই গোয়েন্দা আধিকারিক।

সম্প্রতি বেশ কিছুদিন ধরেই ভ্লাদিমির পুতিনের শারীরিক পরিস্থিতির অবনতি হতে শুরু করে। তিনি ভাল নেই। ফলে চিকিৎসকদের তত্ত্বাবধানে পুতিন রয়েছেন বলে শোনা যায়। সেই সূত্র ধরেই বুদানভ বলেন, পুতিন ক্যানসারে আক্রান্ত। শিগগিরই তাঁর মৃত্যু হতে পারে। বুদানভ দাবি করেন, ভ্লাদিমির পুতিনের আয়ু আর বেশিদিন নেই। ক্যানসারের থাবায় শিগগিরই তাঁর মৃত্যু হতে পারে।

আরও পড়ুন: Vladimir Putin: ভারতের প্রশংসায় পঞ্চমুখ পুতিন, ভিডিয়োতে শুনুন কী বললেন তিনি

ভ্লাদিমির পুতিনের যাঁরা কাছের মানুষ, সেই ঘনিষ্ঠদের সূত্র ধরেই রুশ প্রেসিডেন্টের শারীরিক অসুস্থতার খবর তাঁদের কাছে আসে বলে দাবি করেন ইউক্রেনের ওই গোয়েন্দা আধিকারিক।