IPL Auction 2025 Live

Russia-Ukraine War: ইউক্রেনে রাশিয়ার হানাদারি নিয়ে প্রচ্ছদ, উইকিপিডিয়ার উপর চোটে মস্ত ক্ষতিপূরণের নির্দেশ মস্কোর

রাশিয়ার হানাদারি নিয়ে যে উইকিপিডিয়ায় যে প্রচ্ছেদ রয়েছে, তাতে ইনফরমেশন সঠিক নেই। ভুল ইনফরমেশন যেভাবে দেওয়া হয়েছে, তার জেরেই উইকিপিডিয়াকে ২ মিলিয়ন রুবেল ক্ষতপূরণ দিতে হবে বলে জানানো হয় মস্কোর আদালতের তরফে।

Wikipedia (Photo Credit- Wikimedia Commons)

মস্কো, ১৪ এপ্রিল: ইউক্রেনে রাশিয়ার (Russia-Ukraine War) হানাদারির বিষয়ে প্রচ্ছেদ ছেপে এবার মস্কোর (Moscow)  তোপের মুখে পড়ল উইকিপিডিয়া। ইউক্রেনে রাশিয়ার হানাদারি নিয়ে উইকিপিডিয়ায় যে প্রচ্ছেদ রয়েছে, তার বিরুদ্ধে ফুঁসে ওঠে মস্কোর একটি আদালত। এরপরই উইকিপিডিয়াকে ২ মিলিয়ন রুবেল ক্ষতিপূর্ণ দিতে হবে বলে জানানো হয় মস্কোর ওই আদালতের তরফে। রাশিয়ার হানাদারি নিয়ে যে উইকিপিডিয়ায় যে প্রচ্ছেদ রয়েছে, তাতে ইনফরমেশন সঠিক নেই। ভুল ইনফরমেশন যেভাবে দেওয়া হয়েছে, তার জেরেই উইকিপিডিয়াকে ২ মিলিয়ন রুবেল ক্ষতপূরণ দিতে হবে বলে জানানো হয় মস্কোর আদালতের তরফে।

আরও পড়ুন: Russia-Ukraine War: ইউক্রেনীয় সেনার শিরচ্ছেদ, রাশিয়াকে 'পশুর' সঙ্গে তুলনা করে ক্ষোভ উগরে দিলেন জেলেনস্কি

এদিকে রাশিয়ার সেনা যেভাবে ধৃত ইউক্রেনীয় সেনার মুণ্ডচ্ছেদ করেছে, তার তীব্র বিরোধিতা করেন ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন কিছু ভুলছে না। ইউক্রেন কখনও রাশিয়াকে এ বিষয়ে ক্ষমা  করতে পারবে না বলে কড়া বার্তা দেওয়া হয় জেলেনস্কির তরফে।