Russia-Ukraine War: পুতিনের শান্তির বার্তার মাঝেই ইউক্রেনের একাধিক শহরে হামলা রাশিয়ার? মিলছে মৃত্যুর খবর
ইউক্রেনের দাবি, গত কয়েকদিন ধরে রাশিয়া এক নাগাড়ে ইউক্রেনে হামলা শুরু করেছে। যাার জেরে ৪ জনেের মৃত্যু খবর মেলে। আহত আরও ৪১ জন।
ইউক্রেনের (Ukraine) সঙ্গে আলোচনায় বসতে রাজি। চিন (China) সফরের আগে সাংবাদিক সম্মেলন করে এমনই জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। ২ দেশের ভালর জন্য ইউক্রেনের সঙ্গে রাশিয়া (Russia) আলোচনায় বসতে চায় বলে জানান পুতিন। যা নিয়ে ফের আন্তর্জাতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। ২ বছরের বেশি সময় ধরে যখন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ চলছে, সেই সময় পুতিনের এই বার্তা শান্তি নিয়ে আসতে পারে বলে মনে করে আন্তর্জাতিক বিশ্ব। এসবের মধ্যেই এবার ফের রাশিয়ার হামলার ছবি উঠে এল।
ইউক্রেনের দাবি, গত কয়েকদিন ধরে রাশিয়া এক নাগাড়ে ইউক্রেনে হামলা শুরু করেছে। যাার জেরে ৪ জনেের মৃত্যু খবর মেলে। আহত আরও ৪১ জন। গত কয়েকদিন ধরে রাশিয়ার একটানা হামলার জেরে ফের মৃত্যুর খবর মিলছে বলে ১৬ মে দাবি করা হয় ইউক্রেনের রাজধানী কিভের তরফে।
আরও পড়ুন: Vladimir Putin: ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত রাশিয়া? আলোচনা নিয়ে বড় কথা পুতিনের
সুমি, লুহানস্ক, পোলটাভা, চেরনিহিভ,জাপোরিজিয়া, মাইকোলিয়াভ, ডোনেৎস্ক, খারকিভ এবং খেরসন প্রদেশে রাশিয়া ফের একটানা হানাদারি শুরু করেছে বলে খবর। যার জেরে পরপর ৫টি প্রদেশ থেকে ফের মৃত্যুর খবর আসছে বলে ইউক্রেন প্রশাসনের তরফে জানানো হয়।