Russia-Ukraine War: পুতিনকে 'কসাই' বলার ফল 'ভয়ঙ্কর' হতে পারে, বাইডেনকে সতর্ক করল রাশিয়া

গত শনিবার পোলান্ডে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পোলান্ড সফরে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্টকে কড়া ভাষায় আক্রমণ করেন বাইডেন। তিনি বলেন, ভ্লাদামির পুতিন একজন কসাই। যাঁর ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই। মার্কিন প্রেসিডেন্টের ওই মন্তব্যের পরই জোর শোরগোল শুরু হয়ে যায়।

Joe Biden, Vladimir Putin (Photo Credit: Wikipedia)

মস্কো, ২৮ মার্চ:  রাশিয়ার (Russia)  প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin)  'কসাই' বলে আক্রমণের ফল ভয়ঙ্কর হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এভাবেই সতর্ক করল ক্রেমলিন (Kremlin)। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) যেভাবে ভ্লাদিমির পুতিনকে কসাই বলে আক্রমণ করেন। তা ভালভাবে মেনে নেওয়া হয়নি। পুতিনের প্রতি বাইডেনের এই মন্তব্যকে ক্রেমলিন যে একেবারেই হালকাভাবে নেয়নি, তা স্পষ্ট করে দেওয়া হয়। ক্রেমলিনের তরফে জানানো হয়, বাইডেনের ওই মন্তব্যের পর দুই দেশের সম্পর্ক কোন দিকে মোড় নেয়, সেদিকে কড়া নজর রাখা হয়েছে।

গত শনিবার পোলান্ডে (Poland) যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পোলান্ড সফরে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্টকে কড়া ভাষায় আক্রমণ করেন বাইডেন। তিনি বলেন, ভ্লাদামির পুতিন একজন কসাই। যাঁর ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই। মার্কিন প্রেসিডেন্টের ওই মন্তব্যের পরই জোর শোরগোল শুরু হয়ে যায়।

আরও পড়ুন: Russia-Ukraine War: তুরস্কে চলতি সপ্তাহে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসবে রাশিয়া

পুতিনকে নিয়ে বাইডেনের ওই মন্তব্যের পরপর মুখ খোলে ক্রেমলিন। বাইডেনের ওই মন্তব্য দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উপর প্রভাব ফেলবে বলে কড়া ভাষায় আক্রমণ করা হয়।