Russia-Ukraine War: রাশিয়ার ১২ হাজার সেনা, ৩৩৫টি ট্যাঙ্ক, ৪৯টি বিমান খতম, দাবি ইউক্রেনের সেনার
ইউক্রেনীয় সেনার দাবি, রাশিয়ার হানাদারির প্রথম দিন থেকে এখনও পর্যন্ত ১২ হাজার রুশ সেনাকে খতম করা হয়েছে। সেই সঙ্গে রাশিয়ার ৪৯টি বিমান, ৮১টি চপার এবং ৩৩৫ টি ট্যাঙ্ক রাশিয়া খতম করেছে বলে দাবি। এসবের পাশাপাশি রাশিয়ার একাধিক অস্ত্র এবং যুদ্ধ বিমান ইউক্রেনীয় সেনা খতম করেছে বলে দাবি করা হয়। যা নিয়ে ফের শোরগোল শুরু হয়েছে।
কিভ, ১০ মার্চ: শেষ পর্যন্ত ইউক্রেন (Ukraine) থেকে পিছু হঠতে হবে রাশিয়াকে (Russia)? যত সময় গড়াচ্ছে, তত রুশ সেনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শুরু করেছে প্রায় গোটা বিশ্ব। এসবের মধ্যে মারিউপলের (Mariupol) শিশু হাসপাতালে রুশ বোমারু বিমানের একটানা হানাদারির ঘটনা নিয়ে গোটা বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। ফলে মারিউপলে আদতে রুশ বোমারু বিমান হানাদারি চালিয়েছে কি না, সে বিষয়ে খোঁজ করা হবে বলে আশ্বাস দেওয়া হয় ক্রেমলিনের তরফে। মারিউপল নিয়ে যখন চর্চা তুঙ্গে, সেই সময় বিস্ফোরক দাবি করল ইউক্রেনীয় সেনা বাহিনী।
ইউক্রেনীয় সেনার দাবি, রাশিয়ার হানাদারির প্রথম দিন থেকে এখনও পর্যন্ত ১২ হাজার রুশ সেনাকে খতম করা হয়েছে। সেই সঙ্গে রাশিয়ার ৪৯টি বিমান, ৮১টি চপার এবং ৩৩৫ টি ট্যাঙ্ক রাশিয়া খতম করেছে বলে দাবি। এসবের পাশাপাশি রাশিয়ার একাধিক অস্ত্র এবং যুদ্ধ বিমান ইউক্রেনীয় সেনা খতম করেছে বলে দাবি করা হয়। যা নিয়ে ফের শোরগোল শুরু হয়েছে।
আরও পড়ুন: Russia-Ukraine War: মারিউপলে শিশু হাসপাতালে রুশ সেনার 'যুদ্ধ অপারাধ'-এর অভিযোগ, খতিয়ে দেখবে ক্রেমলিন
তবে ইউক্রেনের এই বৃহৎ দাবির প্রেক্ষিতে ক্রেমলিনের তরফে কোনও পালটা মন্তব্য করা হয়নি।