Russia-Ukraine War: পুতিন বাহিনী সরতেই দক্ষিণ ইউক্রেনের ৪০টি শহর, গ্রামে আধিপত্য কায়েম ইউক্রেনীয় সেনার
ইউক্রেনের কেরসন প্রদেশ নিজেদের দখলে নেওয়া হয়েছে। রুশ বাহিনীর এই ঘোষণার ৮ মাসের মধ্যে এবার ফের বড় সিদ্ধান্ত নিল মস্কো। খেরসন প্রদেশের রুশ প্রধানের রহস্যজনক মৃত্যুর পর সেখান থেকে সেনা সরাতে শুরু করেন ভ্লাদিমির পুতিন।
কিভ, ১১ নভেম্বর: পুতিন বাহিনী সরতেই দক্ষিণ ইউক্রেনের মানুষ মুক্তির আনন্দ উজ্জাপন শুরু করেছেন। দক্ষিণ ইউক্রেনের খেরসন প্রদেশ থেকে রাশিয়া সেনা বাহিনী প্রত্যাহারের পর সেখানে জাতীয় পতাকা তোলা হয়। সেই সঙ্গে জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন মানুষ। খেরসন প্রদেশ থেকে পুতিন বাহিনী সরে যাওয়ার পর ৪০টি শহর পুনর্দখল করে কিভ। ৪০টি শহরের পাশাপাশি একাধিক গ্রামেও ইউক্রেনের বাহিনী নিজেদের আধিপত্য কায়েম করে। এমনই জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ইউক্রেনের কেরসন প্রদেশ নিজেদের দখলে নেওয়া হয়েছে। রুশ বাহিনীর এই ঘোষণার ৮ মাসের মধ্যে এবার ফের বড় সিদ্ধান্ত নিল মস্কো। খেরসন প্রদেশের রুশ প্রধানের রহস্যজনক মৃত্যুর পর সেখান থেকে সেনা সরাতে শুরু করেন ভ্লাদিমির পুতিন।
যদিও রুশ বাহিনী যতই খেরসন প্রদেশ থেকে সরে যেতে শুরু করুক না কেন, ইউক্রেনের কপাল থেকে এখনও চিন্তার ভাঁজ কাটেনি।