Vladimir Putin: পুতিনকে খুন করতে ড্রোন পাঠাল ইউক্রেন? বিস্ফোরক দাবি রাশিয়ার, দেখুন ভিডিয়ো

পুতিনকে হত্যা করতে কিভের তরফে জঙ্গি হামলার ছক সাজানো হয় বলেও ক্রেমলিনের তরফে দাবি করা হয়। পাশাপাশি ভ্লাদিমির পুতিনকে হত্যা করতে যে যন্ত্রচালিত গাড়ি পাঠানো হয়, তার জেরে রুশ প্রেসিডেন্টকে কোনও বিপদ আঁচ করতে পারেনি বলে দাবি।

Vladimir Putin (Photo Credit: Instagram)

মস্কো, ৩ মে: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করতে চেয়েছিল ইউক্রেন। এবার এমনই বিস্ফোরক দাবি করল ক্রেমলিন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝে ক্রেমলিনের তরফে এবার এভাবেই কিভের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ উঠল পুতিনকে। সংবাদ সংস্থা এএফপির তরফে বুধবার এমন একটি রিপোর্ট প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য শুরু হয়।

 

পুতিনকে হত্যা করতে কিভের তরফে জঙ্গি হামলার ছক সাজানো হয় বলেও ক্রেমলিনের তরফে দাবি করা হয়। পাশাপাশি ভ্লাদিমির পুতিনকে হত্যা করতে যে ড্রোন পাঠানো হয়, তার জেরে রুশ প্রেসিডেন্টকে কোনও বিপদ আঁচ করতে পারেনি। তেমনি তিনি যেখানে রয়েছেন, সেখানকার বহুতলেও কোনও আঘাত লাগেনি বলে দাবি করা হচ্ছে ক্রেমলিনের তরফে।

 

যদিও ক্রেমলিনের বিস্ফোরক অভিযোগের পরও এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করা হয়বনি কিভের তরফে।

 



@endif