Russia-Ukraine War: মারিউপল যেন 'ধ্বংসস্তূপ', বিনা খাবারে আটকে ১ লক্ষ মানুষ, ছবিতে শিউরে উঠছে গোটা বিশ্ব
ইউক্রেনে ফসফরাস বোমা বর্ষণ করছে রুশ সেনা। হামলার ১ মাস পূর্তিতে এমনই বিস্ফোরক অভিযোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
কিভ, ২৫ মার্চ: ইউক্রেনে (Ukraine) রাশিয়ার (Russia) হানাদারির একমাস পূর্ণ। এই একমাসে ইউক্রেনের একাধিক বড় শহরে হামলা চালায় রুশ সেনা। রাশিয়ার হামলার জেরে কয়েক হাজার মানুষ ইউক্রেন ছেড়ে পার্শ্ববর্তী পোলান্ড, হাঙ্গেরিসহ ইউরোপের বিভিন্ন দেশে প্রাণ হাতে নিয়ে পালিয়েছেন। রুশ সেনার আগ্রাসন যেন ধ্বংস করে দিয়েছে মারিউপলকে। ইউক্রেনের অন্যতম বড় শহর হিসেবে পরিচিত মারিউপল। সেখানে এক নাগাড়ে রাশিয়ার হামলার জেরে এই শহর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রুশ হামলায় কমপক্ষে ১ লক্ষ মানুষ বিনা খাবার, জল, ওষুধপত্র ছাড়া মারিউপলে আটকে রয়েছেন বলে খবর। একাধিক আন্তর্জাতিক সংবাদ সংস্থার ক্যামেরায় মারিউপলের যে ছবি উঠে এসেছে, তা দেখে শিউরে উঠতে শুরু করেছে প্রায় গোটা বিশ্ব। মারিউপলের (Mariupol) সর্বত্র ছড়ানো ধ্বংসের ছবি। দেখুন...
এদিকে ইউক্রেনে ফসফরাস বোমা বর্ষণ করছে রুশ সেনা। হামলার ১ মাস পূর্তিতে এমনই বিস্ফোরক অভিযোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
পাশাপাশি রুশ হামলা ঠেকাতে ইউক্রেনের সমস্ত মানুষ যাতে পুতিন বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ান, সেই আবেদনও জানান ভলোদিমির জেলেনস্কি।