Russia-Ukraine War: সম্মুখে বিপদ? যেভাবে হোক আজকের মধ্যে কিভ ছাড়ুন, ভারতীয়দের পরামর্শ দূতাবাসের

আগামী ২ মাার্চের মধ্য রুশ সেনা কিভ দখল করবে। এমনই জানান রাশিয়ার উপবিদেশমন্ত্রী অ্যান্দ্রেই ফেরদভ। ২ মার্চের আগে মাত্র কয়েক ঘণ্টা বাকি। তাই বিপদ বুঝেই কি ভারতীয়দের কিভ ছাড়ার পরামর্শ দেওয়া হল ইউক্রেনের ভারতীয় দূতাবাসের তরফে? উঠছে এমন প্রশ্ন।

Russia-Ukraine War: সম্মুখে বিপদ? যেভাবে হোক আজকের মধ্যে কিভ ছাড়ুন, ভারতীয়দের পরামর্শ দূতাবাসের
Narendra Modi (Photo Credit: ANI/Twitter)

কিভ, ১ মার্চ:  যে করে হোক মঙ্গলবারের মধ্যে কিভ (Kyiv) ছাড়ুন। কিভে যে ভারতীয়সহ পড়ুয়ারা রয়েছেন, তাঁদের প্রতি এমনই বার্তা দেওয়া হল ইউক্রেনে (Ukraine) থাকা ভারতীয় দূতাবাসের তরফে। ট্রেন হোক বা অন্য যানবাহন, যেভাবে হোক আজকের মধ্যে ইউক্রেনের রাজধানী শহর ছেড়ে বেরিয়ে যান ভারতীয়রা। এমনই বার্তা দেওয়া হল ইউক্রনের ভারতীয় (India) দূতাবাসের তরফে।

 

প্রসঙ্গত, আগামী ২ মাার্চের মধ্য রুশ সেনা কিভ দখল করবে। এমনই জানান রাশিয়ার (Russia)  উপবিদেশমন্ত্রী অ্যান্দ্রেই ফেরদভ। ২ মার্চের আগে মাত্র কয়েক ঘণ্টা বাকি। তাই বিপদ বুঝেই কি ভারতীয়দের কিভ ছাড়ার পরামর্শ দেওয়া হল ইউক্রেনের ভারতীয় দূতাবাসের তরফে? উঠছে এমন প্রশ্ন।

এদিকে ইউক্রেনে রাশিয়ার বোমাবর্ষণ শুরুর পরপরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখান ইউক্রেনে থাকা ভারতীয় এবং পড়ুয়াদের যাতে দ্রুত উদ্ধার করা যায়, সেই আবেদন জানানো হয় দিল্লির তরফে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)



সম্পর্কিত খবর

Hamas To Return Bodies Of Children: মাত্র ১০ মাসের শিশুকেও ছাড়েনি হামাস, ছোট্ট প্রাণের নিষ্প্রাণ দেহ ইজরায়েলকে ফেরাবে প্যালেস্তিনীয় জঙ্গিরা

IND vs BAN, Champions Trophy 2025 Weather Forecast: ভারত বনাম বাংলাদেশ ম্যাচে বৃষ্টির আশঙ্কা? কি বলছে দুবাইয়ের আবহাওয়া রিপোর্ট

PAK vs NZ, Champions Trophy 2025 Live Streaming in India and Bangladesh: পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫; সরাসরি দেখুন ভারতে এবং বাংলাদেশে

Pakistan Is Global Epicentre of Terrorism: 'সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল হল পাকিস্তান', রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ইসলামাবাদকে তুলোধনা ভারতের

Share Us