Russia-Ukraine War: পুতিনের উপর হামলার অভিযোগ নস্যাৎ, রুশ আগ্রাসান থেকে ইউক্রেনকে বাঁচাতেই ব্যস্ত, দাবি জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, মস্কো বা ক্রেমলিন যে দাবি করছে, তা সম্পর্কে তিনি অজ্ঞাত। রুশ সেনার আগ্রাসন থেকে কীভাবে ইউক্রেনের শহর এবং গ্রামগুলিকে রক্ষা করা যায়, সে বিষয়েই তিনি তৎপর।

Russian President Vladimir Putin and Ukrainian President Volodymyr Zelensky (Credits: Instagram)

কিভ, ৪ মে: রাশিয়া-ইউক্রেনের মধ্যে উত্তাপ ক্রমশ বাড়ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) উপর ইউক্রেন (Ukraine)  ড্রোন হামলা চালিয়েছে বলে যখন দাবি করা হয়, তা কার্যত নস্যাৎ করে দেন জেলেনস্কি। ক্রেমলিনের ড্রোন হামলার দাবিকে উড়িয়ে দেওয়া হয় ইউক্রেনের তরফে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, মস্কো বা ক্রেমলিন যে দাবি করছে, তা সম্পর্কে তিনি অজ্ঞাত। রুশ সেনার আগ্রাসন থেকে কীভাবে ইউক্রেনের শহর এবং গ্রামগুলিকে রক্ষা করা যায়, সে বিষয়েই তিনি তৎপর। এর বাইরে তিনি কিছু জানেন  না বলে স্পষ্ট দাবি করেন জেলেনস্কি। যা নিয়ে ফের দুই দেশের উত্তাপ বাড়ছে।

আরও পড়ুন: Vladimir Putin: পুতিনকে খুন করতে ড্রোন পাঠাল ইউক্রেন? বিস্ফোরক দাবি রাশিয়ার, দেখুন ভিডিয়ো

এদিকে রাশিয়া (Russia) ফের নতুন করে ইউক্রেনে হামলা চালাতে পারে, এই আশঙ্কা থেকে এবার সাইরেন বাজানো হচ্ছে। কিভ এবং ইউক্রেনের পূর্ব দিকে জোর কদমে বাজছে সাইরেন। কিভ এবং পূর্ব ইউক্রেনের বাসিন্দারা যাতে নিরাপদে থাকেন, সেই উদ্দেশেই বাজানো হচ্ছে সাইরেন।



@endif