Russia-Ukaraine Conflict: রাশিয়ার সঙ্গে সংঘাতের মাঝে ইউক্রেনকে ১ বিলিয়ন ইউরোর সামরিক সাহায্য দেওয়ার অঙ্গীকার স্পেনের

রাশিয়া -ইউক্রেনের সংঘাতের মাঝেই গতকাল মাদ্রিদে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের মধ্যে ২৭ মে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী স্পেন এই বছর ইউক্রেনকে এক বিলিয়ন ইউরোর সমমূল্যের সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

Spain to give Ukraine 1 billion euros Photo Credit: Twitter@ LahatShulamit

রাশিয়া -ইউক্রেনের সংঘাতের মাঝেই গতকাল মাদ্রিদে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের মধ্যে ২৭ মে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী স্পেন এই বছর ইউক্রেনকে এক বিলিয়ন ইউরোর সমমূল্যের সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই চুক্তিতে স্থল, আকাশ, নৌ ও অন্যান্য ব্যবহারের জন্য আধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহের কথা বলা হয়েছে।

তবে এরই মধ্যে সংঘর্ষ ও মৃত্যুর ঘটনা ঘটে চলেছে রাশিয়া ইউক্রেন দুই প্রান্তেই।গতকাল ( ২৭ মে) ইউক্রেনের দক্ষিণ মাইকোলাইভ অঞ্চলে রাশিয়ার হামলায় দুই সাধারণ নাগরিক নিহত ও পাঁচজন আহত হয়েছে্ন। অন্যদিকে,রাশিয়ার ওরিওল অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে, ওরিয়লের আঞ্চলিক গভর্নর, আন্দ্রে ক্লিচকভ বলেছেন যে প্রথমে একটি ড্রোন একটি গ্যাস স্টেশনে পড়ে গিয়ে  বিধ্বস্ত হয়, যার ফলে স্টেশনটি ক্ষতিগ্রস্থ হয়েছিল। তখনই ফায়ার সার্ভিসের কর্মীরা ওখানে ছিলেন এরপর দ্বিতীয় ড্রোনটি একই জায়গায় পড়াতে সেটিতে  একজন অগ্নিনির্বাপক কর্মী নিহত হয়।



@endif