Russia Plane Crash: রানওয়ে থেকে এক মাইল দূরে ভেঙে পড়ল রাশিয়ার বিমান

বিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই সেখানকার ২ জনের মৃত্যু হয়। কীভাবে রাশিয়ার বিমানটি ভেঙে পড়ল, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

Russian-Plane-Crash (Photo Credit: File Photo)

দিল্লি, ১১ ফেব্রুয়ারি:  ভেঙে পড়ল রাশিয়ার (Russia Plane Crash) একটি বিমান। রাশিয়ার কামচাটকা (Kamchatka) এলাকায় ভেঙে পড়ে বিমানটি। ঘটনার জেরে ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। রিপোর্টে প্রকাশ, রানওয়ে থেকে এক মাইল দূরে কোরইয়াকি এলাকায় ভেঙে পড়ে রাশিয়ার বিমানটি। বিমানটিতে চালক এবং ক্রু মিলিয়ে ২ জন ছিলেন।

ফলে বিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই সেখানকার ২ জনের মৃত্যু হয়। কীভাবে রাশিয়ার বিমানটি ভেঙে পড়ল, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে বিমান ভেঙে পড়ার পরপরই বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: Hijab Row: 'পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, সময় মতো হস্তক্ষেপ করা হবে', হিজাব বিতর্কে সুপ্রিম কোর্ট

তবে রাশিয়ার ওই বিমান চালক এবং ক্রু ছাড়া আর অন্য কেউ ছিলেন কি না, সে বিষয়েও এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।